ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ , ০৬:৫৩ পিএম


loading/img
ফাইল ছবি

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু হয়েছে গতকাল ৫ অক্টোবর। তবে উদ্বোধনী ম্যাচে রাখা হয়নি স্বাগতিক ভারতের খেলা। রোহিত শর্মার দল মাঠে নামবে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ এসেছে দলটির স্কোয়াডে। ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন দলের তারকা ওপেনার শুভমান গিল। 

বিজ্ঞাপন

রোববার (৮ অক্টোবর) চেন্নাইয়ে এম. চিদাম্বারম স্টেডিয়ামে চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। তার আগেই দুর্দান্ত ফর্মে থাকা টিম ইন্ডিয়ার ওপেনার গিলকে নিয়ে শঙ্কার কালো মেঘ সৃষ্টি হয়েছে। যে কারণে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গিলকে পাওয়া যাবে কি না তা স্পষ্ট নয়।

ভারতের টাইমস অব ইন্ডিয়া, নিউজ১৮সহ একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ডেঙ্গু টেস্টে পজিটিভ হয়েছেন শুভমান গিল। তার বর্তমান অবস্থা তেমন ভালো নয়। তিনি যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেরে উঠতে সাধারণত এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে। তাতে শুধু অস্ট্রেলিয়া নয়, আরও কয়েকটি ম্যাচ মিস করতে পারেন গিল।

বিজ্ঞাপন

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একটি সূত্রের বরাতে জানা গেছে, চেন্নাইয়ে যাওয়ার পর থেকেই প্রচণ্ড জ্বরে ভুগছে তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে যদি একান্তই খেলতে না পারেন, তাহলে রোহিত শর্মার সঙ্গে উদ্বোধনীতে দেখা যেতে পারে ঈশান কিষানকে। তবে গিলের জন্য ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। 

এদিকে চোট সারিয়ে বিশ্বকাপ দলে ফেরা উইকেটকিপার ব্যাটার লোকেশ রাহুলও দলে রয়েছেন। এক সময় তিনি ওপেন করতেন রোহিতের সঙ্গে। বিশ্বকাপের প্রথম ম্যাচেও টিম ম্যানেজমেন্টের ব্যাক-আপ ওপেনার হিসেবে থাকতে পারেন রাহুল। তবে মিডল অর্ডারেই রাহুলকে এখন বেশি পছন্দ দলের। তাই ঈশান দলে থাকায় ওপেনার হিসেবে তরুণ বাঁহাতি ব্যাটারকেই দেখা যেতে পারে।

ভারতীয় ক্রিকেটের আগামী দিনের বড় তারকা ভাবা হচ্ছে শুভমান গিলকে। ওয়ানডে ক্রিকেটে বছর চারেক আগে অভিষেক হয় তার। এর মধ্যে ৩৫টি ম্যাচ খেলেছেন তিনি। ছ’টি সেঞ্চুরি রয়েছে এই ফরম্যাটে। রান করেছেন হাজার দুইয়ের কাছাকাছি। ভারতের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে এখন নিয়মিত ওপেনার শুভমান। বিশ্বকাপের প্রথম ম্যাচে তাকে না পাওয়া ভারতীয় দলের কাছে বড় ক্ষতি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |