ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপে প্রথমবার যে করুণ অভিজ্ঞতার মুখে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩ , ০৭:২৬ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সবশেষ ভারতে পা রেখেছিল পাকিস্তান দল। সাত বছর পর ভারতের মাটিতে আবারও বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমেছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা। তবে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার করুণ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে পাকিস্তান, যা নিয়ে চটেছেন দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে গণমাধ্যমকর্মীরা। 

বিজ্ঞাপন

শুক্রবার (৬ অক্টোবর) হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া ফিফটির পরও ৪৯ ওভারে ২৮৬ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে বিক্রমজিৎ সিং আর বাস ডি লেড ফিফটি তুলে নিলেও ৫৪ বল আগেই ২০৫ রানেই অলআউট হয়ে যায় নেদারল্যান্ডস। এতে ৮১ রানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ম্যান ইন গ্রিনরা।

তবে এই ম্যাচ চলাকালে প্রেসবক্সে ছিল না পাকিস্তানি কোনো সাংবাদিক। এমনকি মাঠের গ্যালারিতেও নেই দেশটি থেকে আসা কোনো সমর্থক। মূলত ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই এমন বিড়ম্বনার মুখে পড়েছেন পাকিস্তানি মানুষ।

বিজ্ঞাপন

বিশ্বকাপ কাভার করতে কিংবা মাঠে বসে খেলা দেখতে অনেক দেশ থেকেই মানুষ ভারতে সফর করছেন। তবে মাঠের লড়াই শুরু হয়ে গেলেও এখনো ভিসা জটিলতা কাটেনি পাকিস্তানের। যা নিয়ে বেশ চটেছেন দেশটির অভিজ্ঞ সাংবাদিক আব্দুল মজিদ ভাট্টি। ভারতের ভিসাসংক্রান্ত জটিলতার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এবং আইসিসিকে এক হাত নিয়েছেন তিনি।

মজিদের ভাষ্য, সবাই ভিসার জন্য অপেক্ষা করছে। তিনি বলেছেন, ‘বিশ্বকাপ শুরু হয়েছে ১৯৭৫ সালে এবং আজ (গতকাল) শুরু হচ্ছে ১৩তম আসর। ইতিহাস তৈরি হবে, কারণ বিশ্বকাপ শুরু হলেও প্রেসবক্সে কোনো পাকিস্তানি সাংবাদিক থাকবেন না।’

মজিদ জানাচ্ছেন, ভারত সরকার সাউথ আফ্রিকার সাংবাদিকদের একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করতে বলেছিল, যাতে বিশ্বকাপ ছাড়া অন্যকিছু প্রকাশ করতে পারবে না। যদি এ নিয়ম লঙ্ঘন করে, তাহলে তাদের দেশ ছাড়তে বাধ্য করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |