অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি কক ও অধিনায়ক টেম্বা বাভুমা। কোনো উইকেট না হারিয়ে ১৭ দশমিক ৪ ওভারে দলীয় ১০০ পেরিয়ে যায় প্রোটিয়ারা। বড় সংগ্রহেরই ইঙ্গিত দিচ্ছিল দলটি। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পর ওপেনার ডি কক ফিরলে থেমে যায় দক্ষিণ আফ্রিকার দ্রুত রান তোলার গতি। শেষমেশ অজিদের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩১১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে প্রোটিয়ারা।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) লখনৌর একানা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে দারুণ শুরু করেন দুই ওপেনার কুইন্টন ডি কক ও অধিনায়ক টেম্বা বাভুমা। এই জুটিতে প্রথম পাওয়ার প্লে-তে দলীয় ৫০ ছাড়ায় প্রোটিয়ারা।
ইনিংসের শুরু থেকেই মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন ডি কক। অন্যদিকে কিছুটা দেখেশুনে খেলছিলেন প্রোটিয়া দলপতি। এরপর ৫১ বলে ক্যারিয়ারের ৩১তম অর্ধশতক হাঁকান উইকেটকিপার ব্যাটার ডি কক। ৫ চার ও দুই ছক্কার মারে এই ফিফটি হাঁকান বাঁহাতি এই ব্যাটার।
এরপর দ্রুতগতিতে রান তাড়া করে ১৭ দশমিক ৪ ওভারেই দলীয় ১০০ পেরিয়ে যায় প্রোটিয়ারা। তবে দলীয় শতকের পরপরই প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক বাভুমা। ম্যাক্সওয়েলের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩৫ রানে ফেরেন প্রোটিয়া দলপতি।
এরপর ভ্যান ডার ডুসেনকে সঙ্গে নিয়ে জুটি গড়েন ডি কক। তবে ৫০ রানে ভাঙে এই জুটিও। ব্যক্তিগত ২৬ রানে ফেরেন গত ম্যাচের এই সেঞ্চুরিয়ান।
শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যক্তিগত শতক হাঁকান এই ওপেনার। এ নিয়ে বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির রেকর্ডে নাম তুললেন প্রোটিয়া এই ব্যাটার।
যদিও সেঞ্চুরির পর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি কক। ১০৯ রানেই ম্যাক্সওয়েলের শিকার বনে মাঠ ছাড়তে হয় তাকে। প্রোটিয়া এই উইকেটরক্ষক ব্যাটারের ৯০ বলে করা সেঞ্চুরিটি সাজানো ছিল ৮ চারে ও ৫ ছক্কার মারে।
চতুর্থ উইকেটে ৬৬ রানের পার্টনারশিপ গড়েন ক্লাসেন ও মার্করাম। ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে মার্করাম ফেরেন ৫৬ রানে। হ্যাজেলউডের শিকার হয়ে ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফেরেন ক্লাসেনও।
শেষ দিকে ঝড় তোলেন মিলার ও জেনসেন। জেনসেনের ৩ ছক্কা ও ১ চারে ২৬ রানের ক্যামিও এবং মিলারের ১৭ রানের সুবাদে এই লক্ষ্য পায় প্রোটিয়ারা।
অজিদের হয়ে গ্লেন ম্যাক্সওয়েল ও মিশেল স্টার্ক সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন।