আর কিছুক্ষণ পরেই চলমান বিশ্বকাপের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ ঘিরে বাংলাদেশ শিবিরে সবচেয়ে বড় শঙ্কার নাম অধিনায়ক সাকিব আল হাসান। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে আগেভাগেই মাঠ ছেড়েছিলেন তিনি। তবে ভারতের বিপক্ষে ম্যাচে ঝুঁকি নিয়েও খেলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু টিম ম্যানেজমেন্টের পরিষ্কার বার্তা ছিল পূর্ণ ফিট না হলে তাকে ছাড়াই খেলতে নামবে টাইগাররা।
গতকাল বুধবার পুনেতে চোটের স্থানের স্ক্যান করেছেন সাকিব। সেই স্ক্যানের ফলাফলের ভিত্তিতেই তার ম্যাচে খেলার সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। এমআরআই স্ক্যানের সেই রিপোর্ট এতক্ষণে চলে আসার কথা। সাকিবের ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসার সময় হয়ে এসেছে। তবে বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমামের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। যদিও জানা গিয়েছে, পরিপূর্ণ প্রস্তুতি নিয়েই টিম হোটেল ছেড়েছেন সাকিব আল হাসান।
এদিকে ম্যাচের একদিন আগে অবশ্য পুরোদমে অনুশীলন করেছেন সাকিব। ব্যাটিংয়ের পাশাপাশি ফিটনেস নিয়ে কাজ করেছেন টাইগার অধিনায়ক। সাকিব নিজেও যে এই ম্যাচটি খেলতে আগ্রহী, সে কথা আগেই জানিয়েছিলেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তার খেলা নিয়ে অবশ্য সংশয় রেখে দিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ম্যাচের আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, 'সাকিবের অবস্থা ভালো। গতকাল সে নেটে ভালো একটা ব্যাটিং সেশন কাটিয়েছে। ভালো রানিংও করেছে। সে ঠিক আছে। আজ তার একটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে পাইনি। আমরা সেটার অপেক্ষায় আছি।’
আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারে ব্যাকফুটে চলে গেছে টাইগাররা। তাই বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করা স্বাগতিক ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে মাঠে নামছে সাকিব বাহিনী।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। হাই-ভোল্টেজ এই ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে।