ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিশ্বরেকর্ড গড়া হলো না ওয়ার্নার-মার্শের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ , ০৫:৪১ পিএম


loading/img

চলমান বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়ের দেখা মিলেছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকেই যেন অজিদের রচনা হয়েছে ঘুরে দাঁড়ানোর গল্পের। দ্বিতীয় জয়ের মিশনে পাকিস্তানি বোলারদের ওপর রীতিমতো স্টিম রোলার চালিয়েছেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। কিন্তু বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড গড়ার খুব সন্নিকটে গিয়েও হাতছাড়া করেন তারা।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুর এম. চেন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসন চালাতে থাকেন ওয়ার্নার ও মার্শ। শাহিন শাহ আফ্রিদি-হাসান আলিদের ওপর চড়াও হয়ে দুজনেই তুলে নেন জোড়া সেঞ্চুরি। অবশ্য পাকিস্তানি লেগ স্পিনার উসামা মীর ক্যাচটা না ছাড়লে দুই অস্ট্রেলিয়ান ওপেনার হয়তো পাকিস্তানের ওপর এতোটা স্টিমরোলার চালাতে পারতেন না।

উসামা যখন ক্যাচটা ছেড়েছেন তখন দলের রান মাত্র ২২, আর ১০ রানে ব্যাট করছিলেন ওয়ার্নার। এরপর এই দুই ব্যাটার বিশ্বকাপের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড ভাঙার পেছনে ছুটছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া ওপেনিং জুটিতে থেমেছে ২৫৯ রানের মাথায়। ৩৪তম ওভারের পঞ্চম বলে শাহিন শাহ আফ্রিদির বলে ওই উসামা মীরের হাতে ক্যাচ দিয়ে বসেন মার্শ। ১০৮ বলে ১০ চার ও ৯ ছক্কায় মার্শ খেলেন ১২৩ রানের দুর্দান্ত এক ইনিংস।

বিজ্ঞাপন

বিশ্বকাপের সর্বোচ্চ ওপেনিং জুটিতে সর্বোচ্চ ২৮২ রানের রেকর্ড জুটিটি তিলেকরত্নে দিলশান ও উপল থারাঙ্গার। ২০১১ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে পাল্লেকেলেতে তারা এই রেকর্ড জুটি গড়েন। ফলে এই তালিকায় দ্বিতীয় স্থানেই ঠাঁই পেলেন ওয়ার্নার-মার্শ। এ ছাড়া বিশ্বকাপে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটিতে ৬ নম্বরে উঠে এসেছেন তারা। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |