ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিশ্বকাপে টাইগার শিবিরে যোগ দিলো আরেক লেগস্পিনার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২১ অক্টোবর ২০২৩ , ০৪:২৫ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ভারতে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চারটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের তিন ম্যাচে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। এদিকে আগামী ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে ইতোমধ্যে মুম্বাইয়ে পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা।  

বিজ্ঞাপন

এরই মাঝে ঢাকা থেকে এক লেগস্পিনারকে ভারতে বাংলাদেশ দলে উড়িয়ে আনা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাই পৌঁছাছেন তিনি। তবে চোটে কেউ ছিটকে পড়েননি যে তার জায়গায় নতুন কাউকে উড়িয়ে আনতে হবে। যিনি এসেছেন, তিনি বিশ্বকাপ দলের অংশও নন। তবে সাকিব আল হাসানদের সঙ্গেই থাকবেন আসরের বাকিটা সময়। 

ওয়াসি সিদ্দিকী নামের খেলোয়াড়কে মূলত নেট বোলার হিসেবেই নিয়ে আসা হয়েছে মুম্বাইতে। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলা এই লেগস্পিনারকে বেশ আগেই মনে ধরেছিল জাতীয় দলের হেড কোচ চন্দিকা হাতুরাসিংহেরও।

বিজ্ঞাপন

ভারতে এসে অনুশীলনে বাংলাদেশ দলের ব্যাটারদের লেগস্পিন করার আরো আগেই নির্বাচিত করে রাখা হয়েছিল ওয়াসিকে। কিন্তু চার ম্যাচ পর আসার ব্যাখ্যায় জাতীয় দলের ম্যানেজার রাবীদ ইমাম বলছিলেন, আরো আগেই ওর আসার কথা ছিল। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় ওর আসা পিছিয়ে যায়।

সামনের পাঁচ ম্যাচে একাধিক লেগস্পিনার এবং চায়নাম্যান বোলারের মুখোমুখি হতে হবে সাকিবদের। এরই প্রস্তুতির জন্য ভারতের চেন্নাইয়ের লেগি ইয়াশ কারাপ্পা অনেক দিন থেকেই বাংলাদেশ দলের সঙ্গী। ওয়াসিও এসে যাওয়ায় লেগস্পিন খেলার প্রস্তুতি জমাট হবে বলেই আশা করছে টিম ম্যানেজমেন্ট।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |