ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

আফগানদের হয়ে গ্যালারি মাতানো কে এই ‘মিস্ট্রি গার্ল’?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ অক্টোবর ২০২৩ , ০৫:০১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে ২০টি ম্যাচ। এর মধ্যে বড় অঘটন ঘটেছে দুটি ম্যাচে। আফগানিস্তানের কাছে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের কাছে পরাজয়ের স্বাদ নিয়েছে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

আফগানদের ঐতিহাসিক জয়ের দিনে রশিদ-নবিদের সমর্থন জুগিয়েছেন এক নারী সমর্থক। তবে শুধু জয়ের দিনে নয়, পরাজয়ের ম্যাচেও মাঠে বসে তাদের প্রেরণা দিয়েছেন এ সুন্দরী। প্রতিটি ম্যাচে উপস্থিত হয়েই বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। যে কারণে তার নামই দেওয়া হয়েছে ‘মিস্ট্রি গার্ল বা রহস্যময় নারী’।

শুধু বিশ্বকাপকে কেন্দ্র করেই না, এশিয়া কাপের প্রতিটি ম্যাচেই গ্যালারিতে উপস্থিত হয়ে আফগানিস্তানকে সমর্থন দিয়েছেন তিনি। ছিলেন গেল বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

বিজ্ঞাপন

ভারতীয় ব্যাটার বিরাট কোহলির ভক্ত এ আফগান সুন্দরী। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালের আগে টুইট করেছিলেন ভারতীয় সাবেক অধিনায়ককে নিয়েও। ‘কোহলি’ লেখা জার্সি সম্বলিত বেশ কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, যে জার্সি পরে আমি প্রিয় দলের সমর্থন করছি, সেই জার্সি কিং কোহলি পরেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সবর থাকেন ক্রিকেটমোদী এই নারী। আর সুযোগ পেলেই স্টেডিয়ামের গ্যালারিতে ঢুঁ মারেন ওয়াজমা আইয়ুবী নামের এ নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রভাবশালী আফগান এ সুন্দরী। ইনস্টাগ্রামে তার ফলোয়ার প্রায় ৬ লাখ ৪০ হাজার। আর টুইটারে লক্ষাধিক।

২৮ বছর বয়সী ওয়াজমা একজন সমাজকর্মী। জন্মসূত্রে আফগান নাগরিক তিনি। তবে কর্মসূত্রে দুবাইয়ে থাকেন। সেখানে একটি প্রসাধনী সংস্থার মালিক তিনি। এর পাশাপাশি দুবাইয়ে পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন ওয়াজমা।
তবে শুধু ক্রিকেট মাঠেই না তিনি আওয়াজ তুলেন নানান বৈষম্যমূলক কার্যক্রমের বিপক্ষেও। বিশেষ করে নারীশিক্ষার বিষয়ে সোচ্চার তিনি।

বিজ্ঞাপন

এসব কর্মকাণ্ডের পাশাপাশি হিন্দি সিনেমার প্রতিও ঝোঁক আছে তার। সুযোগ পেলে বলিউডেও কাজ করতেও আগ্রহী তিনি। এশিয়া কাপের এবারের আসরে এ ইচ্ছের বিষয়ে জানিয়েছিলেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দেখা গেছে তাকে। তার পছন্দের দল কলকাতা নাইট রাইডার্স। সুদূর কাবুল থেকে রিঙ্কু সিংয়ের খেলা উপভোগ করতে ছুটে এসেছিলেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |