ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বিপিএল খেলবেন না রংপুরের আফগান তারকা গাজানফার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২:০৯ পিএম


loading/img
ছবি- ইএসপিএন

বাংলাদেশ ক্রিকেটের জমজমাট সংক্ষিপ্ত সংস্করণ বিপিএল শুরু হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর থেকে। এজন্য দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এ সময় বিপিএল খেলতে বাংলাদেশে আসতে শুরু করেছে বিদেশি ক্রিকেটাররা। তবে বিপিএলে দল পেলেও খেলতে আসছেন না আফগানিস্তানের তারকা স্পিনার মোহাম্মদ গাজানফার। যা এক পোস্টে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

বিজ্ঞাপন

আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল গাজানফারের। শেষ পর্যন্ত আর বাংলাদেশের এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। 

আফগান জাতীয় দলের ব্যস্ত সূচির কথা জানিয়ে গাজানফার বিপিএল না খেলার কারণ হিসেবে জানিয়েছেন। জাতীয় দলের পর জানুয়ারির মাঝামাঝিতে শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন গাজানফার। এই আসর শুরুর আগে পর্যন্ত বিপিএলে খেলার কথা ছিল এই আফগান স্পিনারের। তবে সেটি এখন সম্ভব হচ্ছে না।

বিজ্ঞাপন

২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন রশিদ খান। প্রায় বছর চারেক পর সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদা পোশাকের ক্রিকেটে ফেরার কথা ছিল তারকা লেগ স্পিনারের। স্কোয়াডে থাকলেও প্রথম টেস্টের আগে নিজেকে সরিয়ে নেন তিনি। যে কারণে তার বদলি হিসেবে টেস্ট দলে সুযোগ পান গাজানফার। আর এই কারণেই বিপিএলে খেলতে পারছেন না তিনি।

তবে গাজানফার আসতে না পারলেও রংপুরের হয়ে এবারের বিপিএলে দেখা যাবে আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটলকে। এ ছাড়া পাকিস্তানের খুশদিল শাহ, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের স্টিভেন টেলর, সৌরভ নেত্রাভালকর, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটাররা খেলবেন দলটির হয়ে।

আরটিভি/এমএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |