ট্রেডমিল তথা হাঁটার মেশিনে ফুটবল পায়ে কসরত দেখিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ইরানের এক নারী ফুটবলার।
মোহাদেশেহ গৌদাসিয়াই নামের এই তরুণী ট্রেডমিল চলাকালে এক মিনিটে বল দিয়ে ১৭৮টি কিপি-আপি হিসেবে পরিচিত জাগলিং করে গিনেস বুকে নাম লেখান। ২৩ বছর বয়সী এই ফুটবলার পেছনে ফেলেছেন এক মার্কিন নারীকে।
হাদি রেজাই জানান, মোহাদেশেহ গৌদাসিয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারীকে পেছনে ফেলেছেন। যিনি ১ মিনিটে ১৭০ বার কিপি-আপি করে রেকর্ডের মালিক ছিলেন।
খুব ছোট থেকেই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত গৌদাসিয়াই। খেলেছেন ইরানের সর্বোচ্চ পর্যায়ে।
মোহাদেশেহ গৌদাসিয়াইয়ের ভাষ্য, মাত্র ১১ বছর বয়স থেকে আমি ফুটবল ক্যারিয়ার শুরু করি। জাতীয় দলসহ ইরানের বয়স ভিত্তিক দলগুলোতে খেলেছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে দেশকে প্রতিনিধিত্ব করেছি। বর্তমানে ইরানিয়ান সুপার লিগের ফুটসাল দল সাপিয়ার হয়ে নিয়মিত মাঠে নামি।
রেকর্ডটি ভাঙতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হন গৌদাসিয়াই।
মোহাদেশেহ গৌদাসিয়াই যোগ করেন, রেকর্ড বুকে জায়গা পেতে অনেক প্রতিবন্ধকতা ছিল। ঠিক মতো অনুশীলন করতে পারছিলাম না। কারণ আমার নিজস্ব ট্রেডমিল নেই। সুবিধা মতো কোনও জিমনেশিয়ামও পাইনি। তবে অনেকের সহযোগিতা পেয়েছি।
রেকর্ড গড়ার পথে গৌদাসিয়াই এক পর্যায়ে হাল ছেড়ে দেন।
মোহাদেশেহ গৌদাসিয়াই জানালেন, শুরুতে ট্রেডমিলের তিন দশমিক পাঁচ গতিতে অনুশীলন করলেও শেষ পর্যন্ত গিনিস কর্তৃপক্ষ ছয় দশমিক পাঁচ।
তার মন্তব্য, শুরুতে ট্রেডমিলের তিন দশমিক পাঁচ গতিতে অনুশীলন করলেও শেষ পর্যন্ত গিনিস কর্তৃপক্ষ ছয় দশমিক পাঁচ গতিতে রেকর্ড গড়তে বলে। একটা সময় হার মানি। যদিও আল্লাহর রহমতে এই রেকর্ড এখন আমার দখলে।
জীবনের বাকিটা সময় ফুটবল নিয়ে থাকতে চান গৌদাসিয়াই। আগামীতে আরও নতুন রেকর্ড গড়ে দেশের পতাকা বিশ্বে উঁচিয়ে ধরা তার লক্ষ্য।