ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

২০২৬ বিশ্বকাপ নিশ্চিতে যে সমীকরণের সামনে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ নভেম্বর ২০২৩ , ০৬:১০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

মাঠের পারফরম্যান্সে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গত ২১ বছর ধরে ভুগছে শিরোপার অভাবে। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা। মাঠে বাজে পারফরম্যান্সের কারণে এবার ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অংশগ্রহণ নিয়েই জেগেছে শঙ্কা। 

বিজ্ঞাপন

আসন্ন ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে এখন চলছে বাছাইপর্ব। টানা তিন ম্যাচ হেরে চরম বেকায়দায় রয়েছে ব্রাজিল। শেষ তিন ম্যাচ থেকে দলটির অর্জন কেবল ১ পয়েন্ট। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষেও ঘরের মাঠে হার এড়াতে পারেনি তারা। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে, ১২ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া, ৯ পয়েন্ট নিয়ে চারে ভেনেজুয়েলা ও ৮ পয়েন্ট নিয়ে পাঁচে ইকুয়েডর।

এদিকে ৬ ম্যাচে ৩ পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান সেলেসাওদের। বিশ্বকাপ বাছাই পর্বে দশটি দল একে অন্যের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে মোট ১৮টি ম্যাচ খেলবে। এরপর সেরা ছয়টি দল সরাসরি বিশ্বকাপ-২০২৬ এ খেলার সুযোগ পাবে।

বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে ব্রাজিল। বাকি ম্যাচগুলোর মধ্যে তারা যদি নিজেদের অবস্থান সেরা ছয়ের মধ্যে রাখতে না পারে তাহলে ২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

যদি বাছাইপর্বে সাত নম্বর অবস্থানে থাকে ব্রাজিল, তাহলে সেলেসাওদের অংশ নিতে হবে ফিফা প্লে-অফ টুর্নামেন্টে। আর যদি সেরা সাতেও না থাকতে পারে সেক্ষেত্রে ইতালির মতো ভাগ্য বরণ করতে হতে পারে নেইমার-ভিনিসিয়ুসদের। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |