সারা বছর ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা ক্রিকেটাররা বেশি প্রস্থের ব্যাট ব্যবহার করে থাকেন। যাতে বল দ্রুত গতিতে বাউন্ডারি লাইনে পৌঁছায়। তবে চলমান আইপিএলে নিজেদের ছন্দের ব্যাট নিয়ে খেলতে পারছেন না ক্রিকেটাররা।
এবারের আইপিএলের ব্যাটের প্রস্থ চার সেন্টিমিটারের বেশি হলে অবৈধ বলে ঘোষণা করছেন আম্পায়াররা। তাই ব্যাটের প্রস্থ কমাতে হচ্ছে সুনীল নারিন, রামনদীপ সিং কিংবা অনরিখ নরকিয়াদের।
অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাট মাপা হয় না। সেখানে মোটা ব্যাট দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। আইপিএলে এবার থেকে মাঠের মধ্যেই ব্যাট মেপে দেখা হচ্ছে। আম্পায়ারের সন্দেহ হলেই কোনো ক্রিকেটারের ব্যাট মাপা হয়। আর এভাবেই নারিনদের ব্যাট ধরা পড়ে।
গত মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিপক্ষে নারিন যে ব্যাট নিয়ে শুরুতে নেমেছিলেন, তা অবৈধ ছিল। ব্যাটের প্রস্থ চার সেন্টিমিটারের চেয়েও বেশি ছিল। ব্যাট-গজের ভেতর দিয়ে যাচ্ছিল না সেই ব্যাট। ফলে নারিনকে বাধ্য হয়ে অন্য ব্যাট নিয়ে নামতে হয়।
পরদিন কলকাতায় ফিরেই দমদম নাগের বাজারের এক ব্যাট মেরামতকারীর সঙ্গে যোগাযোগ করেন নারিন। নিজের বেশ কয়েকটি ব্যাটের প্রস্থ কমাতে দেন তিনি। এই তথ্য প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম।
দেশটির গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সেই ব্যাট মেরামতকারীর নাম অজিত কুমার শর্মা। তিনি জানিয়েছেন, নারিনের সঙ্গেই রামানদীপ সিং, অনরিখ নরকিয়ের ব্যাটও মেরামত করবেন। এ ছাড়া গত আসরে কেকেআরে খেলে যাওয়া ফিল সল্টও নিজের ব্যাট মেরামত করতে দিয়েছেন অজিতকে।
এদিকে দিল্লির বিপক্ষে একই সমস্যায় পড়েছিলেন রাজস্থানের তরুণ ব্যাটার রিয়ান পরাগ। তার ব্যাটের প্রস্থও চার সেন্টিমিটারের চেয়েও বেশি ছিল। যদিও ১১ বলে ৮ রান করে আউট হয়ে যান তিনি।
আরটিভি/এসআর/এআর