ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ম্যাক্সওয়েল ঝড়ে উড়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ , ১১:৪৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে সিরিজে টিকে রইল অজিরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভারতের গুয়াহাটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ৪৭ রানের উদ্বোধনী জুটি গড়ে অজিরা। অ্যারন হাড্ডি ১৬ রান করে আউট হওয়ার পর তিনে নেমে ১০ রান করে ফিরে যান জশ ইংলিশও।

বিজ্ঞাপন

এরপর গ্লেন ম্যাক্সওয়েল এসে ট্রাভিস হেডকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু ৩৫ রান আউট হয়ে যান হেড। এরপর মিডল অর্ডারে স্টইনিস ২১ বলে ১৭ রানের ইনিংস অজিদের আরও চাপ বাড়ায়। তবে, সেই চাপ সামলে দলকে জয়ের পথে একাই নিয়ে যান ম্যাক্সওয়েল। ম্যাচের শেষ চার বলে ১৮ রান করে শেষ পর্যন্ত ৪৭ বলে ১০৪ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের। ইয়াশভি জয়সাওয়াল ৬ রান করে সাজঘরে ফেরার পর তিনে নেমে শূন্য রানে আউট হোন উইকেটকিপার ব্যাটার ঈশান কিষাণ।

এরপর সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলেন গায়কোয়াড়। ভারত অধিনায়ক ২৯ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরলেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন গায়কোয়াড়। এই ওপেনার ৫৭ বলে ১২৩ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে তিলক ভার্মার ২৪ বলে ৩১ রানের সুবাধে ৩ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে ভারত।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে প্রথম দুইটি হারের পর তৃতীয়টি জিতে সিরিজের আশা বাঁচিয়ে রাখল সফরকারীরা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |