ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

এশিয়া কাপ জিতে নগদ অর্থ পুরস্কার পাচ্ছেন যুবা ক্রিকেটাররা!

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ , ০৭:০৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

এশিয়া কাপে বড়দের পাশাপাশি যুবাদেরও শিরোপা অধরাই ছিল বাংলাদেশের। নারী ক্রিকেট ছাড়া জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এশীয় ক্রিকেটের শিরোপাটা ‘সোনার হরিণ’ হয়েই ছিল বাংলাদেশের। এবার যুবারা সে সোনার হরিণ ঠিক ঘরে নিয়ে এসেছে। 

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান আর স্বাগতিক আরব আমিরাতকে পেছনে ফেলে যুব এশিয়া কাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা।

এশিয়া কাপের শিরোপা ট্রফি হাতে গতকাল সোমবার পড়ন্ত বিকেলেই দুবাই থেকে দেশে ফিরে এসেছেন বাংলার দামাল যুবারা। প্রথমবার এশীয় যুব ক্রিকেটে সেরা হওয়ার মতো স্মরণীয় সাফল্যর পর তাৎক্ষণিকভাবে বিসিবির পক্ষ থেকে যুব দলের জন্য কোনো অর্থ পুরস্কার বা বোনাসের ঘোষণা আসেনি।

বিজ্ঞাপন

তবে বোর্ড সূত্রের খবর, যুব ক্রিকেটারদের জন্য বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন একটা বোনাসের ঘোষণা দিতে পারেন এবং হয়তো আজ মঙ্গলবার রাতেই সে ঘোষণা আসতে পারে।

কারন মঙ্গলবার রাতে ঢাকা শেরাটন হোটেলে যুব ক্রিকেট দলকে নৈশভোজে আপ্যায়িত করবে বিসিবি। বিসিবি প্রধান সে ডিনারে উপস্থিত থাকার কথা।

জানা গেছে, গেম ডেভেলমেন্ট কমিটির পক্ষ থেকে বিসিবির কাছে যুব ক্রিকেটারদের জন্য অর্থ পুরস্কারের আবেদন করা হয়েছে। মাহফুজুর রহমান রাব্বি, আশিকুর রহমান শিবলি ও আরিফুল ইসলামদের হাতে উঠতে পারে সেই পুরস্কারের নগদ অর্থ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |