• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

জানা গেল আইপিএল শুরুর দিনক্ষণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২০
আইপিএল
ছবি-সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এই মহাযজ্ঞের অপেক্ষায় থাকেন বিশ্বের কোটি কোটি ক্রীড়াপ্রেমী। এবার জানা গেল, উন্মাদনায় ভরপুর এই টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ।

আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএলের আসন্ন আসর। আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ভারতের মাটিতে এবারের আইপিএল হবে কি না, তা নিয়ে নানান শঙ্কা ছিল। এবার সব জল্পনা উড়িয়ে তিনি জানালেন, সেখানেই হবে এবারের এই মহাযজ্ঞ।

জানা গেছে, ভারতের লোকসভা নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের পরই আইপিএলের সূচি প্রকাশ করা হবে। এ নিয়ে দায়িত্বরতদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে অরুণ ধুমালের ভাষ্য, আমরা ২২ মার্চ টুর্নামেন্ট শুরু করার কথা ভাবছি। সরকারি এজেন্সিগুলির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। প্রথমে আমরা প্রাথমিক সূচি প্রকাশ করব। পুরো টুর্নামেন্টটি ভারতেই অনুষ্ঠিত হবে। পরের মাসে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে।

এর আগে, ২০০৯ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত হয়েছিল আইপিএল। এরপর নির্বাচনের কারণে ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের একটি পর্ব হয়েছিল। তবে ২০১৯ সালে নির্বাচন থাকার পরও ভারতেই আইপিএল গড়িয়েছিল।

ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন, আগামী ২৬ মে আইপিএলের এবারের আসরের ফাইনাল হতে পারে। কারণ, জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে। তাই এবারের আইপিএলকে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবেই ধরে নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে স্বপ্ন পূরণ করে অবসর নিতে চান কোহলি
শ্রীলঙ্কার কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
শীর্ষস্থান হারালো ভারত, ফাইনালে উঠতে দিতে হবে কঠিন পরীক্ষা
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ