ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

হুইলচেয়ারে ভক্তকে দেখে যা করলেন ধোনি!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ০৯:০৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতের জাতীয় দলের হয়ে খেলা অনেক আগেই ছেড়ে দিয়েছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বর্তমানে আইপিএল নিয়ে মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। চলমান আইপিলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মাহি। ভারতজুড়ে ভক্তের অভাব নেই তার। এবার এমন এক ভক্তের সাথে ধোনির ঘটে গেল এক কাহিনি।

বিজ্ঞাপন

ধোনি সর্বদাই ভক্তদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য পরিচিত। বিশেষ করে তার শহর রাঁচিতে প্রায়ই তাকে ভক্তদের সঙ্গে ছবি তুলতে এবং শুভেচ্ছা জানাতে দেখা যায়। বছরের পর বছর ধরে এমএস ধোনি ভক্তদের সমাগম উপভোগ করে আসছেন।  

সম্প্রতি মহেন্দ্র সিং ধোনির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। যেখানে একটি বিমানবন্দরে ধোনিকে হাঁটতে দেখা যাচ্ছে। সেখানে মাহি যখন তার নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাঁটছিলেন তখন একজন হুইলচেয়ারে বসে থাকা ভক্ত ছবি তোলার জন্য ধোনির কাছে আবদার করতে থাকেন। সেই সময়ে সব নিরাপত্তারক্ষীদের থামিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়েন ধোনি। তিনি সেই হুইলচেয়ারে বসে থাকা ভক্তের সঙ্গে ছবি তোলেন। ধোনি নিজের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় বের করে ওই ভক্তের অনুরোধে সাড়া দেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ছবি ও ভিডিও। 

বিজ্ঞাপন

ধোনি যখন নিরাপত্তারক্ষীর সাথে হেঁটে যাচ্ছিলেন, তখন হুইলচেয়ারে বসে থাকা সেই ভক্ত ছবি তোলার জন্য অনুরোধ করেন। ছবি তোলার জন্য নিজের ফোন বের করে দেন। ধোনি সঙ্গে সঙ্গে থেমে গিয়ে ভক্তের থেকে ফোন নিয়ে খুশি মনে তার সঙ্গে ছবি তোলেন। এটি একটি হৃদয়গ্রাহী মুহূর্ত তৈরি করে। 

এই ঘটনাটি ঘটে লখনউ সুপার জায়ান্টস এর বিপক্ষে চেন্নাই সুপার কিংসের জয়ের পর। সেই ম্যাচে ধোনি মাত্র ১১ বল খেলে  ২৬ রান করে অপরাজিত থাকেন। 

আরও পড়ুন

উল্লেখ্য, ২০ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই। সাত ম্যাচ খেলে মাত্র দুটি জয় এবং তাদের নিয়মিত অধিনায়ক ছিটকে যাওয়ার পর, তাদের প্লে-অফে খেলার সম্ভাবনা ক্ষীণ হলেও এখনও শেষ হয়নি। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় কনুইয়ের হেয়ারলাইন ফ্র্যাকচারের কারণে বাদ পড়লে, আইপিএলের মাঝামাঝি সময়ে এমএস ধোনি আবার অধিনায়কত্বে ফিরে আসেন। 

 

আরটিভি/এসকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |