চলতি বছরের শুরুটা দুর্দান্তভাবে করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ তে সিরিজ জিতেছে ভারত। যেখানে বল হাতে ছন্দে ছিলেন অশ্বিন। যার ফলে আইসিসির টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে নেমে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেন অশ্বিন। প্রথম ইনিংসে ৫১ রান খরচায় ৪ আর দ্বিতীয় ইনিংসে ৭৭ রান খরচায় ৫ উইকেট নেন তিনি।এতেই শীর্ষে নাম লেখাতে সক্ষম হন তিনি।
এতে স্বদেশি পেসার জাসপ্রিত বুমরাহকে সরিয়ে নিজের হারানো মুকুট ফিরে পেয়েছেন তিনি। বর্তমান র্যাঙ্কিংয়ে টেবিলে শীর্ষে থাকা অশ্বিনের রেটিং পয়েন্ট ৮৭০। আর দ্বিতীয় স্থানে থাকা হ্যাজলউডের পয়েন্ট ৮৪৭। সমান পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছেন বুমরাহ।
এই সিরিজের তিন ম্যাচ খেলে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় ওপেনার যসস্বি জয়সওয়াল। এ ছাড়া একই সিরিজে ভারতীয়দের মধ্যে দ্রুততম ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন আরেক স্পিনার কুলদীপ যাদব।