চেলসির চেয়ারম্যানের পদ ছাড়ছেন বোহলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ০৬:৫৮ পিএম


বোহলি
ছবি-গোলডটকম

ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় একটি ক্লাব হলো চেলসি। তবে গত কয়েক বছর ধরে নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হচ্ছে দলটি। একাধিকবার কোচ পরিবর্তন করেও কোনো ফল আসেনি। এবার ব্যর্থতার জন্য চেলসির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টোড বোহলি।

বিজ্ঞাপন

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে চেলসির মালিকানা ছাড়তে হয়েছিল রোমান আব্রাহমোভিচের। রাশিয়ান ব্যবসায়ী হওয়ায় ইংল্যান্ডের ক্লাব পরিচারলান সুযোগ হারান তিনি। তার জায়গায় চেলসির মালিকানা নেয় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী টোড বোহলি। 

বোহলির অধীনে চেলসি কোনও সাফল্যই পায়নি। দল সাফল্য না পেলেও যুক্তরাষ্ট্রের এই ব্যবসায়ী দায়িত্ব নেয়ার পর চেলসির ১ বিলিয়ন ডলার দলবদলের বাজারে খরচ করেছেন তিনি। যার অধিকাংশ দলবদলকেই ব্যর্থ হিসেবে গণ্য করা হচ্ছে। তার ক্লাব এখন লিগ টেবিলে ১১তম অবস্থানে। অর্থাৎ আগামী মৌসুমেও খেলা হবে না চ্যাম্পিয়ন্স লিগে। 

বিজ্ঞাপন

দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে এবার চেলসির চেয়ারম্যানের পদ থেকে সরে যাচ্ছেন বোহলি। সংবাদ মাধ্যম টক স্পোর্টস ডটকম জানিয়েছে, ক্লিয়ারলেক ক্যাপিটালের সঙ্গে বোহলি ও অন্য মালিকরা একটি সমঝোতা করতে যাচ্ছেন। যেখানে প্রতি পাঁচ বছর পরপর পরিবর্তন হবে ক্লাবের চেয়ারম্যান। 

সেই হিসেবে ২০২৬-২৭ মৌসুমের পর চেলসির চেয়ারম্যান থাকবেন না বোহলি। চেলসির মালিকানার ৬১.৫ শতাংশ ক্লিয়ারলেক ক্যাপিটালের। বোহলি প্রশাসনের অধীনে আছে ক্লাবটির ৩৮.৫ শতাংশ মালিকানা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission