ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

‘রিয়াল মাদ্রিদের শিরোপা উল্লাস দেখতে ফাইনালে আসিনি’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০১ জুন ২০২৪ , ০৫:৪৯ পিএম


loading/img
ছবি-এএফপি

জার্মান লিগের শিরোপা হাতছাড়া হলেও চ্যাম্পিয়ন্স লিগে দাপট দেখিয়ে ফাইনালে উঠেছে বরুশিয়া ডর্টমুন্ড। তবে শিরোপা জয়ের স্বাদ পেতে হলে জার্মান ক্লাবটিকে অসাধ্য সাধন করতে হবে। কারণ, ফাইনালে তাদের প্রতিপক্ষ শক্তিশালী রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগে কেবল একবারই শিরোপা জিতেছে ডর্টমুন্ড। সেখানে ১৫তম শিরোপার খোঁজে মাঠে নামবে স্প্যানিশ জায়ান্টরা। তবে এই ম্যাচে নিজেদেরকেই ফেভারিট হিসেবে মানছেন ডর্টমুন্ড কোচ তেরজিচও। তাই রিয়ালকে আরেকটি শিরোপা উপহার দিতে আসেননি বলে জানিয়েছেন তিনি।

তেরজিচ বলেন, চ্যাম্পিয়নস লিগে তারা (রিয়াল) সবচেয়ে সফল দল এবং এই মৌসুমে কেবল দুই ম্যাচে হেরেছে। তাদের বিপক্ষে ১০ বার খেললে হারার সম্ভাবনাই বেশি। কিন্তু আমাদের এই এক ম্যাচের দিকেই মনোযোগ দিতে হবে। এই ম্যাচের প্রস্তুতির জন্য ৬০ ম্যাচ খেলেছি আমরা।

বিজ্ঞাপন

‘ফাইনালে মাদ্রিদ ফেভারিট এবং এতে আমাদের কিছু আসে যায় না। আমাদের সাহসী হতে হবে, রিয়াল মাদ্রিদের আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জয় দেখতে এতদূর আসিনি আমরা।’

ফাইনালকে ঘিরে স্নায়ুচাপের চেয়ে আত্মবিশ্বাসই বেশি কাজ করছে ডর্টমুন্ড কোচের মনে, আমি খেলোয়াড়দের মধ্যে রোমাঞ্চ দেখছি। যদি কেউ আমাকে বলত যে আমি ফাইনালের ডাগআউটে থাকতে যাচ্ছি, তখন খুবই নার্ভাস হতাম।

‘কিন্তু আজ আমার মধ্যে আত্মবিশ্বাস আছে। এই ম্যাচের জন্য খুব ভালোভাবেই প্রস্তুতি নিয়েছি আমরা এবং আমরা আত্মবিশ্বাসী, কারণ আমি জানি কীভাবে পরিশ্রম করেছি আমরা।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |