ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

স্কটল্যান্ডের বড় জয়, শেষের পথে ইংল্যান্ডের বিশ্বকাপ 

ক্রীড়া ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১০ জুন ২০২৪ , ০৩:০৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর এই ম্যাচে ওমানকে সহজেই হারিয়েছে স্কটল্যান্ড। এই জয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে তারা। এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত অপরাজিত স্কটল্যান্ড। 

বিজ্ঞাপন

রোববার (৯ জুন) অ্যান্টিগায় ওমানকে ৭ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড। আগে ব্যাটিং করতে নেমে ওমান ৭ উইকেটে ১৫০ রান করে। জবাবে স্কটল্যান্ড ৪১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়। 

প্রথম ম্যাচ স্কটল্যান্ড ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে আর পরের দুই ম্যাচ জিতে ৫ পয়েন্ট নিয়ে বি গ্রুপে তারা শীর্ষে। এদিকে ওমানকে হারিয়ে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠায় চাপে পড়ে গেল গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২ ম্যাচ খেললেও এখনও তাদের পয়েন্ট ১। পরের দুই ম্যাচ জিতলেও ইংলিশদের পয়েন্ট হবে ৫। অন্যদিকে টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া এখন দুই নম্বরে। এখনও দুই ম্যাচ বাকি অজিদের।

বিজ্ঞাপন

প্রত্যাশিত ফল ফেলে স্কটল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়াই যাবে সুপার এইটে। কারণ দুই দলেরই রান রেট বেশ শক্তিশালী। এই গ্রুপ থেকে সুপার এইটে যেতে ইংল্যান্ডকে কঠিন পথ পাড়ি দিতে হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |