ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রাদারফোর্ডের ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ , ০৮:৩৬ এএম


loading/img
ছবি-এএফপি

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে সুপার এইটের পথটা সহজ করেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। তবে নিজেদের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ক্যারিবিয়ানরা। আগে ব্যাট করে নিউজিল্যান্ডকে ১৫০ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ জুন) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ইনিংসের ষষ্ঠ বলেই ওপেনার জনসন চালর্সকে সাজঘরে ফেরান ট্রেন্ট বোল্ট। পিচে এসে ব্যাট চালাতে থাকেন নিকোলাস পুরান। তবে ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে ১৭ রান করেন তিনি।

এদিন শূন্য হাতে ফেরেন রোস্টন চেজও। ১ রান করে তাকে সঙ্গ দেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। ১২ বলে ৯ রান করেন আরেক ওপেনার ব্যান্ডন কিং। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন শের্ফানে রাদারফোর্ড।

বিজ্ঞাপন

আকিল হোসেন (১৫), আন্দ্রে রাসেল (১৪), রোমারিও শেফার্ড (১৩) এবং আলজারি জোসেফ ৬ রানে আউট হলেও ৩৩ বলে ফিফটি তুলে নেন রার্দারফোর্ড।

শেষ পর্যন্ত এই বাঁ হাতে ব্যাটারের ৩৯ বলের অপরাজিত ৬৮ রানের ইনিংসে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানের লড়াকু পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। 

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ট। এ ছাড়াও টিম সাউদি ও লকি ফার্গুসন দুটি, জেমি নিশাম এবং মিচেল স্যান্টনার একটি করে উইকেট নেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |