ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

স্বপ্নভঙ্গের পর যা বললেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ জুন ২০২৪ , ১০:৫৫ এএম


loading/img
ছবি- সংগৃহীত

সাত সেমিফাইনাল আর ৩৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। তবে ভারতের সঙ্গে ৭ রানে হেরে ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে প্রোটিয়াদের। 

বিজ্ঞাপন

শনিবার (২৯ জুন) বার্বাডোজের কেনসিংটন ওভালে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। জবাবে ১৬৯ রানের বেশি নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

শিরোপা উল্লাসের জন্যে একসময়ে ৩০ বলে ৩০ রান দরকার ছিল প্রোটিয়াদের। তবে শেষদিকে জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বীপ সিং আর হার্দিক পান্ডিয়ার আগুনে বোলিংয়ে তীরে এসে তরী ডুবিয়েছে দক্ষিণ আফ্রিকা। খেই হারিয়ে ফেলে শেষ পর্যন্ত ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছে প্রোটিয়ারা।

বিজ্ঞাপন

এমন এক পরাজয়ের পর বেশ হতাশ দলটির অধিনায়ক এইডেন মার্করাম। তার ভাষ্যমতে, ‘আপাতত হতাশ। ভালোভাবে কাটানো আসরটির দিকে ফিরে তাকাতে কিছুটা সময় লাগবে। খুব কষ্ট লাগছে। তবে একইসঙ্গে অবিশ্বাস্য রকমের গর্বিত। আমরা ভালো বোলিং করেছি, খুব বেশি কিছু করার কিছু ছিল না, এটা তাড়া করার মতো লক্ষ্য ছিল। ভালো ব্যাটিং করেছি, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলাম, জিততে না পেরে হতাশ লাগছে।’ 

মার্করাম যোগ করেন, ‘আমরা কখনোই স্বস্তিতে ছিলাম না,  স্কোর বোর্ডের চাপ সবসময়ই ছিল, বিশেষ করে শেষ দিকের ব্যাপারগুলো দ্রুতই ঘটে গেল। তবে আমরা যে যোগ্য ফাইনালিস্ট, সেটা প্রমাণ করতে এক দুর্দান্ত অবস্থায় ছিলাম।’

হারলেও দলকে নিয়ে গর্বিত প্রোটিয়া দলপতি। তার মতে, ‘দক্ষিণ আফ্রিকানরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শ্রদ্ধাশীল এবং হারার আগে, হার মানে না। এটা এখনও আমাদের জন্য গর্বের মুহূর্ত।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |