লরেঞ্জো মুসেত্তিকে ৩-০ সেটে হারিয়ে উইম্বলডনের পুরুষ এককের ফাইনাল নিশ্চিত করলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকার অভিজ্ঞতার কাছে এদিন পাত্তাই পায়নি প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্লামের সেমিফাইনাল খেলা ইতালিয়ান তারকা।
বিজ্ঞাপন
এদিকে দিনের প্রথম সেমিফাইনালে দানিল মেদভেদেভকে ৩-১ সেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উইম্বলডনের ফাইনালে উঠেন কার্লোস আলকারেজ।
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও টানা ৩ সেটের জয় পেয়েছেন স্প্যানিশ এই তারকা। ফলে টানা দ্বিতীয়বার দুই টেনিস তারকা লড়বেন উইম্বলডনের ফাইনালে।
বিজ্ঞাপন
এদিকে মেয়েদের এককে ফাইনাল নিশ্চিত করেছেন ইতালির জাসমিন পাওলিনি। আজ (১৩ জুলাই) ফাইনালে তিনি ক্রেইচিকোভার মুখোমুখি হবেন।