• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির কোনো উদ্বেগ নেই: পাপন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২৪, ২২:৪৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
ছবি- সংগৃহীত

কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে অস্থিরতা বিরাজ করছে। যার প্রভাব পড়েছে দেশের ক্রিকেটেও। কারফিউয়ের কারণে চট্টগ্রামে বাংলা টাইগার্সের অনুশীলনও বাতিল করা হয়। তাই শঙ্কা জেগেছিল অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।

তবে বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে কোনো উদ্বেগ নেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। রোববার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি এবং ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, আমি যখন সেখানে (শ্রীলঙ্কা) গিয়েছিলাম তখন দেশের অস্থিরতা চলছিল। বাংলাদেশের বাইরে যোগাযোগের অবস্থা ছিল না। এমন খবর দেখে চিন্তিত হয়ে পড়েন তারা।

‘আমাকে দেখার পর তারা বুঝতে পারেন যে, সব ঠিক আছে। এরপর আইসিসির সভায় এ নিয়ে কোনো কথাই হয়নি।’

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে। আর ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বৈশ্বিক এই টুর্নামেন্টের। এবারের প্রতিযোগিতায় দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ১০টি দল অংশ নেবে।

এবার মোট দুটি ভেন্যুতে খেলা হবে। গ্রুপ পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ২৩টি ম্যাচ মাঠে গড়াবে।

গ্রুপ পর্ব

গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কা
গ্রুপ ‘বি’ : বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি
ফ্ল্যাটে মিলল নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ
গর্তে ঢুকিয়ে নারীকে পুড়িয়ে হত্যার ঘটনায় নতুন মোড়
নারীকে গর্তে ঢুকিয়ে পুড়িয়ে হত্যার কারণ জানা গেল