ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

মন্ত্রণালয়ে সভা করা নিয়ে যে ব্যাখ্যা বিসিবির 

আরটিভি নিউজ

বুধবার, ২১ আগস্ট ২০২৪ , ১১:৩০ এএম


loading/img
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেটে চলমান অস্থিরতা কাটাতে বুধবার (২১ আগস্ট) সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের বোর্ড সভা আয়োজিত হচ্ছে সাধারণ নিয়মের বাইরে গিয়ে। সাধারণত মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের দোতলায় অফিস কক্ষে বোর্ড সভা অনুষ্ঠিত হয়ে এলেও তবে আজ সকালে বিসিবি পরিচালকদের জরুরি সভা হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে। এই সভাতেই নিজের পদত্যাগের কথা জানানোর কথা নাজমুল হাসান পাপনের।

বিজ্ঞাপন

এদিকে নিজেদের কার্যালয়ে সভা না করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে কেন করা হচ্ছে, এ নিয়ে ইতোমধ্যেই উঠে গেছে প্রশ্ন। কারণ, বিসিবিতে যেকোনো ধরনের সরকারি হস্তক্ষেপ করা আইসিসির আইনের লঙ্ঘন। 

তবে, ধোঁয়াশা কাতাতে মঙ্গলবার মধ্যরাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে বিসিবি। বোর্ডের মিডিয়া বিভাগ জানায়, বুধবার সকাল ১১টায় জরুরি সভাটি বাংলাদেশ সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স কক্ষে হতে যাচ্ছে। বিসিবিই মন্ত্রণালয়কে একটি নিরাপদ ভেন্যু দেওয়ার আহবান করেছিল। বর্তমান পরিস্থিতিতে সবার নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সভায় ছবি বা ফুটেজ নেওয়ার সুযোগ নেই গণমাধ্যমের। বিসিবিই তা গণমাধ্যমে সরবরাহ করবে। এমনকি সভার পর হবে না কোন সংবাদ সম্মেলনও।

বিজ্ঞাপন

জানা যায়, বোর্ড সভাপতির পক্ষে এই সভা ডেকেছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ক্ষমতার পালাবদলের পর সভাপতি নাজমুল হাসান পাপন বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন বলে খবর। বোর্ড সভা একমাত্র তারই ডাকার এখতিয়ার আছে। এক্ষেত্রে তার হয়ে সভা ডাকার বার্তা দিয়েছেন প্রধান নির্বাহী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |