• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

আবারও ভারতে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০:২০
সংগৃহীত ছবি

সামনে আবারও ভারত, আবারও স্বপ্নভঙ্গ বাংলাদেশের। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপা খোয়ালো লাল সবুজরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ভারতের কাছে হেরেছে বাংলাদেশের যুবারা।

প্রথমার্ধে গোল আদায় করতে না পারলেও দ্বিতীয়ার্ধে কোনো ভুল করেনি ভারতীয় যুবারা। ৫৮ মিনিট ও ইনজুরি সময়ে দুই গোল করে সহজেই ফাইনাল জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো তারা।

কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ হেডে প্রথম গোল আদায় করে ভারত। দ্বিতীয় গোলটি তারা পায় বাংলাদেশ যখন ম্যাচে ফিরতে মরিয়া হয়ে অলআউট ফুটবল খেলতে থাকে।

প্রথম গোল খাওয়ার পর কোচ সাইফুল বারী টিটু দলে চারটি পরিবর্তন এনেও ভারতকে রুখতে পারেননি। ভারত ফেবারিট হিসেবে এই টুর্নামেন্টে অংশ নিয়ে শিরোপা নিজেদের কাছেই রেখে দিলো।

এর আগে ২০২২ সালের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপেও সেমিফাইনালে ভারতের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলো বাংলাদেশ।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
বছরে ৪টি বোনাসসহ চাকরি দেবে অ্যারিস্টোফার্মা
বাংলাদেশকে ১১৮ রানের লক্ষ্য দিলো ভারত
দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের চিহ্নিত করার নির্দেশ