• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

শেষের পথে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ অক্টোবর ২০২৪, ১২:৪৯
মাহমুদউল্লাহ
ছবি- বিসিবি

কয়েকদিন আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। তাই সিনিয়র ক্রিকেটারদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদ শুধু টি-টোয়েন্টি দলে রয়েছেন। এর মধ্যেই জানা গেছে, ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাবেন মাহমুদউল্লাহ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে দেশের বেসরকারি একটি গণমাধ্যম।

প্রতিবেদনে জানিয়েছে, ভারত সিরিজে টি-টোয়েন্টিকে বিদায় বলার সিদ্ধান্ত আগেই নিয়েছেন ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ। এ ব্যাপারে কথা বলেছেন বিসিবির সঙ্গেও। বিসিবি তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।

দেশকে ৪৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্বও দিয়েছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে।

এর আগে ২০২১ সালের জুলাইয়ে টেস্ট থেকে অবসরে যান মাহমুদউল্লাহ। এবার টি-টোয়েন্টিও ছাড়ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে বিদায় নিবেন তিনি।

আরটিভি/ এমএসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহমুদউল্লাহ ও রিশাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু পুঁজি বরিশালের
আবেদন খারিজ, ট্রাইব্যুনালেই চলবে জুলাই গণহত্যার বিচার 
বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিমানবন্দরে বিশেষ নির্দেশনা