• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

আমিরাতকে উড়িয়ে টাইগারদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২৪, ১৯:২৮
সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতকে ৩-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চার ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়।

শুক্রবার (১ নভেম্বর) সিরিজের শেষ ওয়ানডেতে শের-ই বাংলায় বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে আরব আমিরাতের যুবাদের।

এদিন ইনিংসের প্রথমে ব্যাটে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সংযুক্ত আরব আমিরাত। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ২ উইকেট হারায় তারা। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেছেন উদ্দিশ সুরি। এ ছাড়া ইয়াইন কিরন রায় ২৩, ইথান কার্ল ডি সুজা ১৮ এবং করন ধীমান ১৬ রান করেছেন।

ইনিংসে বাংলাদেশের হয়ে ৪ রানে ৪ উইকেট নেন দেবাশীষ। একটি করে উইকেট পেয়েছেন আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন, সামিউন বাশির রাতুল, ফারহান শাহরিয়ার ও রিজান হোসেন।

১৩৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম দুই ওভারে মাত্র ৩ রান এলেও পরের ওভারে চার-ছক্কা মেরে রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করেন জাওয়াদ। সেখান থেকে স্বাগতিকদের আর পেছনে তাকাতে দেননি দুই ওপেনার। পাওয়ার প্লেতে সংযুক্ত আরব আমিরাতের বোলারদের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন দুজন। জাওয়াদ তিনটি করে ছক্কা-চারে ৪৬ বলে ৪১ রানের ইনিংস খেলেন।জাওয়াদ ফেরার পর এলিনের সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি গড়েন শাহরিয়াল আজমীর তূর্য। হাফসেঞ্চুরি না পেলেও ৪২ বলে ৪১ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এলিন। শাহরিয়ালও করেছেন ৩৭ বলে ৩৯ রান। সিরিজের শেষ ওয়ানডেতে ২৯.২ ওভার বাকি থাকতেই হ্যাটট্রিক জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
২০২৫ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা আমিরাতের
‘বাজবল’ তত্ত্ব গুঁড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়
আরব আমিরাতে ভিসা সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস রাষ্ট্রদূতের