• ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
logo

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ১৮:২৮
মুশফিক
ছবি-এএফপি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯২ রানের ব্যবধানে হারিয়ে আফগানিস্তান। তাই দ্বিতীয় ম্যাচটি টাইগারদের কাছে সিরিজরক্ষার ম্যাচ। কিন্তু পরের দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

গতকাল (বুধবার) সিরিজের প্রথম ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তাই ব্যাট হাতে ৭ নম্বরে দেখা যায় তাকে। মুশফিকের পরিবর্তে চার ব্যাট করেছিলেন মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে আফগানিস্তান সিরিজ থেকে মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিবৃতিতে বিসিবির ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে, কিপিং করতে গিয়ে মুশফিকের বাম তর্জনীর ডগায় আঘাত পেয়েছেন মুশফিক। ম্যাচের পরে এক্স-রের ফলাফল থেকে আঙ্গুলে ফ্র্যাকচারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তিনি পুর্নবাসন ব্যবস্থাপনার অধীনে আছেন।

তিনি আরও জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে পাওয়া যাচ্ছে না মুশফিককে। তার অবস্থা এবং পুর্নবাসন প্রক্রিয়া শেষ হওয়ার সময়কাল সম্পর্কে পরে জানানো হবে।

সিরিজ রক্ষার ম্যাচে মাঠে নামার আগে দলের সেরা খেলোয়াড়কে হারানোটা বড় ধাক্কায় বলা যায় বাংলাদেশ দলের জন্য। তবে তার পরিবর্তে কাউকে দলে যোগ করা হবে কিনা তা এখনও জানা যায়নি।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারকে আইডিয়াগুলো জানিয়েছিলাম, প্রতিফলিত হয়নি: বুলবুল
বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নেওয়ার রহস্য ফাঁস করলেন আফগান স্পিনার
লজ্জার হারের পর বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
দুর্দান্ত প্রত্যাবর্তনে বাংলাদেশকে লজ্জায় ডোবালো আফগানিস্তান