গম্ভীরের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় কঠিন অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। কিন্তু সেখানে নেই দলের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। তবে এবার জানা গেল আসল খবর। গত শুক্রবার রাতে রোহিত ও তার স্ত্রী রিতীকা সাজদেহর কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। আর এই সময়ে স্ত্রীর পাশে থাকাতে ছুটি নিয়েছেন রোহিত।
শনিবার (১৬ নভেম্বর) রোহিত নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইনস্টাগ্রামে চারজনের একটি এনিমেটেড ছবি পোস্ট করেছেন রোহিত। সেখানে লেখা ‘পরিবার, যেখানে আমরা চার জন। ওই ছবির নিচে লেখা, ‘১৫/১১/২০২৪।’
কারও বুঝে নিতে সমস্যা হওয়ার কথা নয়, সন্তান জন্মের তারিখ এটি। এই সময়ে স্ত্রীর পাশে থাকার জন্যই দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাননি রোহিত।
ধারণা করা হচ্ছে, শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। যদিও প্রথমে বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছিলেন রোহিত। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে দল ৩-০ ব্যবধানে হারার পর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেন বলে শোনা গিয়েছে।
২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোহিত ও রিতীকা। এরপর ২০১৮ সালে প্রথমবার বাবা হন রোহিত। তাদের কন্যার নাম সামাইরা। ছয় বছর পর ফের বাবা হলেন রোহিত। এবার ঘরে এল পুত্রসন্তান।
আরটিভি/এসআর-টি