• ঢাকা রোববার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

সাকিবের বিপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ১৪:১৫
সাকিব আল হাসান
ছবি- সংগৃহীত

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু দল ঘোষণার আগে বদলে গেছে সব হিসাব নিকাশ। দেশসেরা এই তারকা ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করার অনুমোদন দিয়েছে বিসিবি।

এমন অবস্থায় বিশ্লেষকরা ধারণা করছে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি ও বিপিএল থেকেও ছিটকে গেছেন সাকিব। আজ এ বিষয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

রোববার (১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিপিএল ২০২৫ এর মাসকাট উন্মোচন করা হয়েছে। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ।

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে ফারুক বলেন, সাকিব এখনও আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।’

মূলত, জাতীয় দলে খেলতে বিসিবিকে তিনটি শর্ত দিয়েছেন সাকিব। দেশের মাটিতে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিল সাকিব। এই তিনটি বিষয়ে অনুমোদন পেতে সরকারকে রাজি করাতে বিসিবিকে অনুরোধ করেছিলেন।

কিন্তু এই বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি বিসিবি। যার ফলে দেশে এসে বিপিএল খেলাও সাকিবের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তাই দেশসেরা ক্রিকেটারকে ছাড়া বিপিএল অনুষ্ঠিত হলে গ্ল্যামার কমবে কি না এমন প্রশ্ন করা হয় বিসিবি সভাপতিকে।

জবাবে তিনি বলেন, সাকিবের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন, আমি বিব্রত না। আমি চাই সে খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে...ও যে কারণে দেশে আসতে পারছে না।

‘এটার সাথে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী আছে, তাদেরই এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।’

উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি।

আরটিভি/ এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ আবু সাঈদের স্মরণে মাসকাট তৈরি, মুগ্ধকে নিয়েও বিশেষ পরিকল্পনা বিসিবির
বিপিএল ২০২৫ এর মাসকাট উন্মোচন, নাম ডানা ৩৬
জমকালো আয়োজনে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর যাত্রা শুরু
ড. কামালকে ইমেরিটাস সভাপতি করে গণফোরামের কমিটি ঘোষণা