• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

জিম্বাবুয়ের কাছে হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৪
সংগৃহীত ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২ উইকেটে হেরেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বুলাওয়েতে টস জিতে ব্যাট করতে নেমে ১৩৩ রানের টার্গেট দেয় পাকিস্তান।

এদিন ১৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সাহিবজাদা ফারহান (৪), ওমর ইউসুফ (০), উসমান খান (৫) টপ অর্ডারের তিন ব্যাটারই ব্যর্থতার পরিচয় দেন। এরপর তায়েব তাহির আর কাসিম আকরাম ছোট দুটি ইনিংস খেলে ফেরেন। তাহির ১৪ বলে ২১ আর আকরাম ১৫ বলে করেন ২০ রান। একটা প্রান্ত ধরে রেখে ওয়ানডে টাইপ ইনিংস খেলেন অধিনায়ক সালমান আগা (৩২ বলে ৩২)। শেষদিকে আরাফাত মিনহাজের ২৬ বলে ২২ আর আব্বাস আফ্রিদির ১৪ বলে ১৫ রানে ভরে ১৩২ পর্যন্ত গেছে পাকিস্তানের ইনিংস।

এর আগে, ৯২ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান। ১৪ দশমিক ২ ওভার শেষে এমনই ছিল পাকিস্তানের স্কোরকার্ড। সেখানে থেকে পুরো ২০ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ১৩২ রানের পুঁজি দাঁড় করায় সালমান আগার দল।

জিম্বাবুয়ের ব্লেসিং মুজারবানি ২৫ রানে ২টি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, টিনোটেন্ডা মাপোসা আর রায়ান বার্ল নেন একটি করে উইকেট।

পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে ৩ উইকেটে জিম্বাবুয়ের দরকার ছিল ১২ রান। পাকিস্তানের বাঁহাতি পেসার জাহানবাদ খান পারেননি শেষ রক্ষা করতে। জিম্বাবুয়ের নয় নম্বর ব্যাটার তিনোতেন্দা মাপোসা প্রথম দুই বলে চার আর ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করে নেন। চতুর্থ বলে একটি উইকেট তুলে নিলেও এক বল বাকি থাকতে হেরে যায় পাকিস্তান। মাপোসা অপরাজিত থাকেন ৪ বলে ১২ রানে। এর আগে ওপেনার ব্রিয়ান ব্যানেট ৩৫ বলে ৪৩ রানের ইনিংস খেলে জিম্বাবুয়েকে ভালো শুরু এনে দিয়েছিলেন।

পাকিস্তানের আব্বাস আফ্রিদি ২৪ রানে ৩টি আর জাহানবাদ খান ৩০ রানে নেন দুটি উইকেট।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ আসাদ দিবস আজ
পাঁচ রানআউটে নেপালকে পঞ্চাশে থামালো বাংলাদেশ
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
হাসিনা-পরবর্তী বাংলাদেশের সঙ্গে উষ্ণ হচ্ছে পাকিস্তানের সম্পর্ক