লাল কার্ড পেলেন ফ্লিক, বার্সেলোনাকে রুখে দিলো রিয়াল বেতিস
লা লিগা নিজেদের ১৭তম ম্যাচে দুর্বল রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। তবে প্রতিপক্ষে মাঠে নিজেদের সেরাটা দিতে পারেনি ইয়ামাল-লেভানদোভস্কিরা। তাই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনাকে ২-২ গোলে রুখে দিয়েছে রিয়াল বেতিস। এদিন ২ পয়েন্ট হারানোর হতাশার সঙ্গে যুক্ত হয়েছে কোচ হান্সি ফ্লিকের লাল কার্ড।
শনিবার (৭ ডিসেম্বর) প্রতিপক্ষে মাঠে অষ্টম মিনিটেই সুযোগ পান লামিনে ইয়ামাল। বার্সেলোনার তরুণ উইঙ্গারের শট সহজেই ঠেকান গোলরক্ষক ফ্রান ভিয়াইতেস। ছয় মিনিট পর চমৎকার ক্রসে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি লেভানদোভস্কি, হাতছাড়া হয় দারুণ সুযোগ।
১৫তম মিনিটে রাফিনিয়ার ক্রসে ছয় গজ দূর থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ইয়ামাল। ১০ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে দানি ওলমোর গতিময় শট বেরিয়ে যায় ক্রসবারের একটু ওপর দিয়ে। আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচে ৩৯তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা।
জুল কুন্দের চমৎকার ক্রসে ছুটে গিয়ে ঠিকানা খুঁজে নেন লেভানদোভস্কি। চলতি মৌসুমের ১৬তম গোল এই পোল্যান্ড তারকার। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। কিন্তু পর পরদুটি সুযোগ হাতছাড়া করে বেতিস। ৫১তম মিনিটে লো সেলসোর ফ্রি কিকে লেভানদোভস্কির হেডে দূরের পোস্টে বল পেয়ে যান সের্হি আলতিমিরা। খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি তিনি। বল বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে। কয়েক সেকেন্ড পর সুযোগ পান আব্দে, তিনিও খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি।
৫৪তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে আভিলার বুলেট গতির শট দুর্দান্ত রিফ্লেক্সে কর্নারের বিনিময়ে রক্ষা করেন পেনিয়া। ৬৮তম মিনিটে সফল স্পট কিকে সমতা ফেরান লো সেলসো। ঠিক দিকে ঝাঁপ দিলেও আর্জেন্টাইন মিডফিল্ডারের জোরাল শট ফেরাতে পারেননি পেনিয়া।
এরপর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতো হকেকে ডি ইয়ং ফাউল করায় পেনাল্টি পেয়েছিল স্বাগতিকরা। ভিএআর মনিটরে লম্বা সময় ধরে রিপ্লে দেখে এই সিদ্ধান্ত নেওয়ার পর বার্সেলোনা কোচ হান্সি ফ্লিককে লাল কার্ড দেখান রেফারি, ডি ইয়ংকে হলুদ কার্ড।
৮২তম মিনিটে ইয়ামালের অসাধারণ পাসে তরেসের চমৎকার গোলে ফের এগিয়ে যায় বার্সেলোনা। শুরুতে অফসাইড দিলেও পরে ভিএআরের সহায়তায় গোলের বাঁশি বাজান রেফারি। তবে ব্যবধান ধরে রাখতে পারেনি কাতালানরা।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আইতর রুইবালের ক্রসে নিখুঁত শটে জাল খুঁজে নেন আসানে দিয়াও। জয়ের সমান ড্রয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে বেতিস।
ড্র করলেও লা লিগায় ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ১৬ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে বেতিস।
আরটিভি/ এসআর
মন্তব্য করুন