সাকিবের হারানো সিংহাসন থেকে এক ধাপ দূরে মিরাজ
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার কীর্তি রয়েছে কেবল সাকিব আল হাসানের। এক সঙ্গে ক্রিকেটের তিন সংস্করণেই নম্বর ওয়ান অলরাউন্ডারের সিংহাসন দখল করে রেখেছিলেন এই টাইগার ক্রিকেটার। এবার দ্বিতীয় বাংলাদেশি হিসাবে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার স্বপ্ন পূরণের পথে মেহেদী হাসান মিরাজ।
আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের তালিকায় বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের অবস্থান এখন দুই নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফরম্যান্স দিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছেন মিরাজ।
বুধবার (১১ ডিসেম্বর) আইসিসির প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ থেকে এই তথ্য উঠে এসেছে। মিরাজের বর্তমান রেটিং পয়েন্ট ২৮৪। শীর্ষে ভারতের রবীন্দ্র জাদেজা (৪১৫)। ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।
এদিকে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ের সতীর্থ জো রুটকে (৮৯৭) সিংহাসনচ্যুত করে শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক (৮৯৮)। দুজনের মধ্যে ব্যবধান মাত্র এক পয়েন্ট। এছাড়া অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ছয় ধাপ এগিয়ে পাঁচে ও দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা তিন ধাপ এগিয়ে সাতে উঠেছেন।
টেস্টে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে চোখে পড়ার মত উন্নতি হয়েছে জাকের আলীর। কিংস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯১ রান করে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন তিনি। তাই ২১ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে জাকের।
অন্যদিকে টেস্টে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। আর বাংলাদেশের বোলারদের মধ্যে এগিয়েছেন তাইজুল ইসলাম আর তাসকিন আহমেদ। তিন ধাপ এগিয়ে তাইজুল ২১ নম্বরে আর তাসকিন ৪৯ নম্বরে। হাসান মাহমুদ সাত ধাপ এগিয়ে উঠেছেন ৫১ নম্বরে। ১৫ ধাপ এগিয়ে ৭৩ নম্বরে উঠে এসেছেন নাহিদ রানা।
আরটিভি/ এসআর
মন্তব্য করুন