ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ব্রিসবেনে তৃতীয় টেস্টের সূচিতে বদল, বাড়ছে ওভার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ , ০৮:২৪ পিএম


loading/img

ব্রিসবেনে বৃষ্টির বাগড়ায় ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের প্রথম দিনের ম্যাচটি বলতে গেলে পুরোটাই ভেস্তে গিয়েছে। প্রথম দিনে মাত্র ১৩ ওভার ২ বলের খেলা হয়েছে। বাকি চার দিনের খেলার শিডিউলেও পরিবর্তন এসেছে। আধা ঘণ্টা আগে শুরু হবে ম্যাচ। এই সময় পরিবর্তনের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

নিয়ম অনুযায়ী টেস্টে সাধারণত এক দিনে ৯০ ওভারের খেলা হয়ে থাকে। এতে প্রথম দিন বৃষ্টি বাধায় ৭৬ ওভার ৪ বলের খেলা বাকি থাকে। তবে বাকি ওভার চার দিনে খেলা সম্ভব নয়। কিন্তু চেষ্টা করা হবে যত ওভার বেশি খেলা যায়। সে কারণে বাকি চার দিন আধ ঘণ্টা আগে শুরু হবে ম্যাচ।

ভারতীয় ক্রিকেট বোর্ড বলেছে, ‘রোববার থেকে ভারতীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটের বদলে ভোর ৫টা ২০ মিনিট থেকে খেলা শুরু হবে। দিনে ৯৮ ওভার খেলা হবে। বাকি চার দিন এই সময়েই খেলা শুরু হবে।’ যদি বাকি চার দিন ৯৮ ওভার করে খেলা হয় তা হলে প্রথম দিন নষ্ট হওয়া ৭৬.৪ ওভারের মধ্যে অন্তত ৩২ ওভারের খেলা করানো যাবে। 

বিজ্ঞাপন

তবে বাকি চার দিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে ব্রিসবেনে। রোববার বৃষ্টির আশঙ্কা সবচেয়ে কম। মাত্র ৮ শতাংশ। কিন্তু বাকি তিন দিন যথাক্রমে ৮৪ শতাংশ, ৮৪ শতাংশ ও ৫৬ শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে খেলার সময় এগিয়ে আনলেও পুরো খেলা হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। 

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |