• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

ব্রুককে সরিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরলেন জো রুট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩
ছবি- ক্রিক ইনফো

কয়েকদিন আগেও টেস্ট ব্যাটারদের শীর্ষস্থানে ছিলেন হ্যারি ব্রুক। নিউজিল্যান্ডের বিপক্ষে ফর্মে না থাকায় তার জায়গা দখল করে নিয়েছেন সতীর্থ জো রুট।

বুধবার (১৮ ডিসেম্বর) আইসিসির প্রকাশিত র‌্যাংকিংয়ে টেস্ট ব্যাটারদের মধ্যে ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে চলে আসেন রুট। ৮৭৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে যান হ্যারি ব্রুক।

ব্যাট হাতে সফল ছিলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। সেডন পার্কে প্রথম ইনিংসে ৪৪ রান করেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে করেন ১৫৬ রান। তাতেই তার রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৮৬৭। র‌্যাংকিংয়ে তিনে রয়েছেন এই কিউই ব্যাটার। র‌্যাংকিংয়ের চারে আছে ভারতের ইয়াশাসভি জয়সওয়াল। ভারতের বিপক্ষে ব্রিজবেনে সেঞ্চুরি করা ট্রাভিস হেড আগের মতোই পঞ্চম স্থানে।

র‌্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়েছেন টম ল্যাথাম। ৩১তম স্থানে আছেন তিনি। এ ছাড়া ১৩ ধাপ উন্নতিতে উইল ইয়াং আছেন ৩৬ নম্বরে।

এদিকে বোলারদের র‌্যাংকিংয়ে এগিয়েছেন ম্যাট হেনরি। ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিয়ে তিনি এখন অবস্থান করছেন সপ্তম স্থানে। এদিকে ১৪ ধাপ এগিয়েছেন উইল ও’রোক। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফের সঙ্গে যৌথভাবে আছেন ৩০ নম্বরে তিনি। এছাড়া ৬ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে মিচেল স্যান্টনার।

এই ম্যাচে ৫ উইকেট নিয়ে ৮ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে এসেছেন ইংলিশ পেসার ম্যাথু পটস। ৪টি উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে গাস অ্যাটকিনসনের অবস্থান চতুর্দশ। তবে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের জাসপ্রিত বুমরাহ।

আরটিভি/এমএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে মেহেদীর ১৮ ধাপ উন্নতি, হাসানের ৩৮
ট্রাম্পের কৃষিমন্ত্রী হচ্ছেন ব্রুক রলিন্স
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারে র‍্যাংকিংয়েও অবনমন বাংলাদেশের 
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন চার্লি পুথ