• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

এনসিএল লিগে প্লে-অফের চার দল নিশ্চিত,বাদ শান্তরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪
ছবি- সংগৃহীত

শেষ হয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম পর্বের খেলা। প্লে-অফে কোন চার দল যাচ্ছে, নিশ্চিত হয়েছে তাও। পরের রাউন্ডের জন্য নিশ্চিত করা চার দল হলো ঢাকা মেট্রো, রংপুর, খুলনা ও চট্টগ্রাম।

সিলেট একাডেমি মাঠে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শেষ দিনেও জয়ের ধারাতেই থাকে ঢাকা মেট্রো। চট্টগ্রাম বিভাগকে ১৭ রানে হারিয়েছে তারা। এদিকে শেষ ম্যাচে জয় পেলেও পরের রাউন্ডে যেতে পারল না নাজমুল হোসেন শান্তর দল রাজশাহী।

গ্রপপর্বের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৫৮ রান তোলে ঢাকা মেট্রো। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান তুলতে পারে চট্টগ্রাম।

ঢাকা মেট্রোর হয়ে শামসুর রহমান শুভ সর্বোচ্চ ৪৮ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ মার্শাল আইয়ুব করেন ৪২ বলে ৫১ রান।

জবাবে চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৪৬ রান করেন অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। ২৭ বলে ৪৪ রান করেন সাদিকুর রহমান। ওপেনার মাহমুদুল হাসান জয় করেন ২০ বলে ১৭ রান।

এদিকে টানা ৫ হার। শুধু সান্ত্বনার জয় দিয়ে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি শেষ করতে পেরেছে শান্তর দল রাজশাহী। এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসর থেকে আগেভাগই বিদায় নিয়েছে তারা।

সিলেট একাডেমি মাঠে নিজেদের সপ্তম ও গ্রপপর্বের শেষ ম্যাচে সিলেট বিভাগকে ২৬ রানে হারিয়েছে রাজশাহী। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮১ রান তোলে রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেন শান্ত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বলে ৩০ রান করেন সাব্বির হোসেন। এতেই ১৮১ রানের স্কোর দাঁড়ায় রাজশাহীর।

জবাবে ব্যাট করতে নেমে ৩২ বলে ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সিলেটের ওপেনার জিসান আলম। ২১ বলে ২৭ রান করেন পিনাক ঘোষ। শেষ পর্যন্ত সিলেট তুলতে পারে ৮ উইকেটে ১৫৫ রান।

একাডেমি মাঠে দিনের অপর ম্যাচে রংপুরের বিপক্ষে ৩৪ রানের জয় পেয়েছে খুলনা। শুরুতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করে খুলনা। পরে রান তাড়ায় নেমে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানের বেশি করতে পারেনি রংপুর। আরেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে ১৯ রানের জয় পেয়েছে ঢাকা। শুরুতে ব্যাট করতে নেমে ১৭৮ রানে অলআউট হয় তারা। পরে ওই রান তাড়ায় নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বরিশাল।

এনসিএলে লিগ পর্বের ৭ ম্যাচের সবগুলোতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ঢাকা মেট্রো। প্লে অফের বাকি তিন দলের মধ্যে রংপুর সাত ম্যাচে পাঁচ, খুলনা চার ও চট্টগ্রাম জিতেছে তিন ম্যাচ। চট্টগ্রামের সমান তিন ম্যাচ জিতলেও রান রেটে পিছিয়ে থাকায় সেরা চারে থাকতে পারেনি ঢাকা। দুটি করে জয় পাওয়া রাজশাহী, সিলেট ও বরিশাল যথাক্রমে আছে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে।

টেবিলের সেরা দুটি দল খেলবে প্রথম কোয়ালিফায়ার। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দুটি দল খেলবে ইলিমিনেটর।

ইলিমিনেটরে বিজয়ী দল ও প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দলগুলো খেলবে ফাইনাল।

আরটিভি/এমএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ ম্যাচও জিতে হাসিমুখে বাড়ি ফিরতে চান বাংলাদেশ কোচ
আজ টিভিতে খেলার সূচি
টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে মেহেদীর ১৮ ধাপ উন্নতি, হাসানের ৩৮
ওয়েস্ট ইন্ডিজকে সহজ লক্ষ্য দিলো বাংলাদেশ