ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

এনসিএল টি-টোয়েন্টি

খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা মেট্রো, প্রতিপক্ষ রংপুর 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ০৬:০১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ খুলনার মুখোমুখি হয়েছিল ঢাকা মেট্রো। এদিন খুলনাকে ৩৮ রানে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরের ফাইনালে উঠেছে ঢাকা।

বিজ্ঞাপন

সিলেটে রোববার(২২ ডিসেম্বর) আগে ব্যাট করে ১১৯ রানের মাঝারি পুঁজি সংগ্রহ করে মেট্রো। জবাবে ১৭.৪ ওভারে ৮১ রানেই গুটিয়ে যায় খুলনা। মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) ফাইনালে রংপুরের মুখোমুখি হবে ঢাকা। এর আগে প্রথম কোয়ালিফায়ারে মেট্রোকে হারিয়েই ফাইনালের টিকিট পায় রংপুর।

আগে ব্যাট করতে নেমে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন নাঈম শেখ। সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রেখে মান রক্ষার পূঁজি ১১৯ রান এনে দেন ঢাকা মেট্রোর অধিনায়ক। ওপেনিংয়ে নেমে সপ্তম ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় করেছেন ৫৭ রান। ৫৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ১ ছয় ও ৬ চারে।

বিজ্ঞাপন

এদিন এনসিএলে খুলনার হয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফেরেন মুস্তাফিজুর রহমান। তবে বল হাতে আলো ছড়াতে পারেনি তারকা এ পেসার। ৪ ওভারে দিয়েছেন দলের মধ্যে সর্বোচ্চ ৩৫ রান। উইকেট পেয়েছেন একটি। মাসুম খান টুটুল ও মেহেদী হাসান রানা দুজনেই ২টি করে উইকেট নেন ১৬ ও ১৮ রানের বিনিময়ে। শেখ পারভেজ জীবন ২ উইকেট নেন ১৭ রান দিয়ে।

১২০ রানের ছোট্ট লক্ষ্য পেয়েও ঢাকা মেট্রোর বোলারদের জাদুতে হারল খুলনা। বিশেষ করে দুই স্পিনার রাকিবুল হাসান ও মোসাদ্দেক হোসেন। দুজনের ঘূর্ণিতেই ঘায়েল হয়েছে খুলনা। বাঁহাতি স্পিনার রাকিবুলের প্রথম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই উইকেট তুলে নিয়ে ঢাকা মেট্রোকে দুর্দান্ত শুরু এনে দেন। মোহাম্মদ মিঠুন রান আউটের ফাঁদে পড়লে খুলনার স্কোর দাঁড়ায় ২ রানে ৩ ‍উইকেট।

দলের হাল ধরেন এনামুল হক বিজয় ও অধিনায়ক নুরুল হাসান সোহান। চতুর্থ উইকেটে ২১ রানের জুটি গড়ে আশা জাগালেও বিজয় দলীয় ২৩ রানের সময় মোসাদ্দেককে ছক্কা হাঁকাতে গিয়ে আবু হায়দার রনিকে লং অনে ক্যাচ দেন। ১৬ রান নিয়ে বিজয়ের আউটের পর নিয়মিত উইকেট হারাতে থাকে খুলনা। সেখান থেকে পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। সর্বোচ্চ ২২ রান করে দলের হারের ব্যবধান কিছুটা কমিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার সোহান। শেষে ৮১ রানে অলআউট হয় খুলনা। 

বিজ্ঞাপন

১৩ রান খরচায় ৩ উইকেট শিকার করেন মোসাদ্দেক হোসেন। ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও মারুফ মৃধা। ১টি করে পান আলিস ও শহিদুল।

এতে টি-টোয়েন্টি সংস্করণের এবারের ফাইনালে রংপুরের সঙ্গী হয়েছে ঢাকা মেট্রো। আগামী ২৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে দুই দল।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |