ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

শুরুতেই বড় ধাক্কা, সৌম্য-শান্তর বিদায়ে বিপদে বাংলাদেশ

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:২২ পিএম


loading/img
ছবি সংগৃহীত

নতুন বলে আরো একবার ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারাল বাংলাদেশ। সৌম্য সরকারের পর নাজমুল হোসেন শান্তও মেরেছেন ডাক। বিপদ সামলাতে ব্যর্থ হয়েছেন মেহেদি হাসান মিরাজও। ১০ বলে ৫ রান করে ফিরে গেছেন তিনি।
    
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ভারতের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে নেমে ইনিংস শুরু করেন তানজিদ হাসান তামিম। অপর প্রান্তে নামেন সৌম্য সরকার। ভারতের পক্ষে বল হাতে প্রথম ওভার করতে আসেন মোহাম্মদ শামি। তার প্রথম বলে সিঙ্গেল নিয়ে শান্তকে স্ট্রাইক দেন তামিম। কিন্তু অতি সাবধানী ব্যাটিং করতে গিয়ে ওভারের শেষ বলে কট বিহাইন্ড হয়ে যান সৌম্য। ৫ বলে কোনও রান না করেই ফেরেন প্যাভিলিয়নে। 

দ্বিতীয় ওভার করতে আসেন হারশিত রানা। তার দ্বিতীয় বলে আবার সিঙ্গেল নিয়ে ওয়ান ডাউনে নামা অধিনায়ক শান্তকে স্ট্রাইক দেন তামিম। কিন্তু, শান্তও অনুসরন করলেন সৌম্যকে। এক বল খেলেই পরের বলে ক্যাচ দেন কোহলিকে। শূন্য হাতে ফেরেন তিনিও। 

বিজ্ঞাপন

এরপর ক্রিজে আসেন মেহেদি হাসান মিরাজ। ওপেনার তামিমকে নিয়ে প্রাথমিক বিপদ সামলানোর চেষ্টা করেন তিনি। কিন্তু, আবারও ব্যর্থতা। সপ্তম ওভারের দ্বিতীয় বলে মোহাম্মদ শামির শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় মিরাজকে। ১০ বলে ৫ রান করে যখন ক্রিজ ছাড়ছিলেন তিনি, দলের স্কোর তখন ২৬ রান। 

ক্রিজে নেমেছেন তৌহিদ হৃদয়। তাকে নিয়েই ঝড় সামলানোর চেষ্টা করছেন তামিম। এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগার এ ওপেনারের রান ২০। আর বাংলাদেশের স্কোর ৭ ওভার তিন বলে ৩৪।  

আরটিভি/এসএইচএম/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |