• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বিপিএল ২০২৫

এক নজরে দেখে নিন চট্টগ্রাম পর্বের সূচি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২৫, ১৪:৫৫
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্ব। দুই দিন বিরতির পর আগামী ১৬ তারিখ থেকে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্বের খেলা। বন্দরনগরীতে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

যার শুরুটা হবে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে। আর ২৩ জানুয়ারি খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের লড়াই দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্ব।

এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি আর ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের।

ঢাকা পর্বের শেষে শীর্ষে ছিল রংপুর, তলানিতে ছিল ঢাকা। সিলেট পর্ব শেষেও পরিস্থিতিটা বদলায়নি। দুই দল যথাক্রমে শীর্ষে আর তলানিতেই আছে। তবে ঢাকা এক জয় নিয়ে খাতা খুলেছে। ১৪৯ রানের রেকর্ডগড়া এক জয়ে ক্ষীণ হলেও টিকে আছে দলটার এলিমিনেটরে জায়গা করে নেওয়ার আশা।

এ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে চিটাগং কিংস। চতুর্থ ম্যাচে সিলেটকে ৩০ রানে হারিয়েছে মিথুন-শরিফুলরা। এতে ৬ পয়েন্ট টেবিলে বরিশালকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে চিটাগং কিংস। ৫ ম্যাচ খেলে বরিশালের পয়েন্ট ৬ হলেও রান রেটে এগিয়ে রয়েছে তারা।

এক নজরে চট্টগ্রাম পর্বের সূচি

তারিখ ম্যাচ সময়
১৬ জানুয়ারি ফরচুন বরিশাল–ঢাকা ক্যাপিটালস দুপুর ১-৩০ মিনিট
১৬ জানুয়ারি চিটাগং কিংস–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬-৩০ মিনিট
১৭ জানুয়ারি দুর্বার রাজশাহী–সিলেট স্ট্রাইকার্স দুপুর ২টা
১৭ জানুয়ারি চিটাগং কিংস–রংপুর রাইডার্স সন্ধ্যা ৭টা
১৯ জানুয়ারি চিটাগং কিংস–ফরচুন বরিশাল দুপুর ১-৩০ মিনিট
১৯ জানুয়ারি দুর্বার রাজশাহী–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬-৩০ মিনিট
২০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস–সিলেট স্ট্রাইকার্স দুপুর ১-৩০ মিনিট
২০ জানুয়ারি চিটাগং কিংস–দুর্বার রাজশাহী সন্ধ্যা ৬-৩০ মিনিট
২২ জানুয়ারি চিটাগং কিংস–ঢাকা ক্যাপিটালস দুপুর ১-৩০ মিনিট
২২ জানুয়ারি ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬-৩০ মিনিট
২৩ জানুয়ারি দুর্বার রাজশাহী–রংপুর রাইডার্স দুপুর ১-৩০ মিনিট
২৩ জানুয়ারি খুলনা টাইগার্স–সিলেট স্ট্রাইকার্স সন্ধ্যা ৬-৩০ মিনিট


আরটিভি/এসআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএলের সিলেট পর্ব শেষে ব্যক্তিগত অর্জনে শীর্ষে কারা
রাজশাহীর হয়ে বিপিএল মাতাতে আসছেন পেসার কামিন্স 
সিলেট পর্ব শেষে টেবিলের শীর্ষ দুইয়ে রংপুর ও চিটাগং, বাকিরা কোথায়?
খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে রংপুর