• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

তাসকিন-বিজয়দের পেমেন্টের নিশ্চয়তা দিলো বিসিবি সভাপতি, রাত পোহালেই অনুশীলন

  ১৫ জানুয়ারি ২০২৫, ২২:১৩
বিপিএল ২০২৫
ছবি- সংগৃহীত

সিলেট পর্ব শেষে দুই দিন বিরতির পর আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। তার আগে আলোচনায় দুর্বার রাজশাহী। নামে দুর্বার হলে অর্থনৈতিকভাবে দুর্বল হিসেবেই পরিচিতি পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গ্রুপ পর্বের খেলা মাঝের দিকে চলে আসলেও এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পাননি রাজশাহীর ক্রিকেটাররা।

এ অবস্থায় ১৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য সিলেট স্ট্রাইকার্সের ম্যাচকে সামনে রেখে আজ (বুধবার) অনুশীলনে যোগ দেওয়ার কথা বললেও পেমেন্ট না পাওয়ার অনুশীলন করতে অস্বীকৃতি জানায় বেশ কয়েকজন ক্রিকেটার।

মূলত, বুধবার রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ শতাংশ পেমেন্ট দেওয়ার ছিল ফ্র্যাঞ্চাইজিটির। কিন্তু বেলা গড়ালেও তার না পাওয়ায় হতাশ হন ক্রিকেটার।

দলের একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এক দেড় দিন সময় চাওয়া হলেও অনুশীলনে যোগ দিতে চাননি ক্রিকেটাররা, যা নিয়ে সারা দিন শিরোনামে ছিল দলটি।

তবে দিনের শেষ সময় মিলেছে সুখবর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ২৫ শতাংশ ক্যাশ এবং ২৫ শতাংশ চেক পেমেন্ট দেওয়ার কথা জানানো হয়েছে তাসকিন-এনামুলদের। আর এটির নিশ্চয়তা দিয়ে ক্রিকেটারদের অনুশীলনে ফেরার জন্য অনুরোধ করেছেন বিসিবি সভাপতি।

এ দলের বিশ্বস্ত একটি সূত্র আরটিভিকে এই তথ্য নিশ্চিত করেছে। মূলত, রাজশাহী অধিনায়ক বিজয়কে আগামীকাল ৫০ শতাংশ পেমেন্ট দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন বিসিবি সভাপতি। পেমেন্ট জটিলতার জন্য সারাদিন ঢাকাতেই ছিলেন বিজয়।

চট্টগ্রামে আগামীকাল দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এখন শেষ পর্যন্ত কাল পেমেন্ট পায় কিনা সেটাই দেখা বিষয়।

এদিন বিপিএল শুরু আগে প্রতিটি দলকে বিসিবিকে ন্যূনতম ১ থেকে ২ কোটি টাকার একটি পেমেন্ট করতে হয়। কিন্তু নির্ধারিত সময়ে তা করতে ব্যর্থ হলে রাজশাহীর জন্য সময় বাড়িয়ে এবং টাকার অ্যামাউন্টও কমিয়েছিল বিসিবি। তারপরও ক্রিকেটারদের পেমেন্ট দিতে পারেনি দলটি।

উল্লেখ্য, এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে দুর্বার রাজশাহী। চার পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ পজিশনে আছে বিজয়-তাসকিনরা।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফিতে লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন তামিম
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালাম
জাবি প্রেস ক্লাবের সভাপতি ওয়াজহাতুল, সম্পাদক তানভীর
বিপিএলের সিলেট পর্ব শেষে ব্যক্তিগত অর্জনে শীর্ষে কারা