ব্যাংক আওয়ার শেষ, এখনও পেমেন্ট পাননি তাসকিন-বিজয়রা
পেমেন্ট না পাওয়ায় গত মঙ্গলবার অনুশীলন বয়কট করেছিল দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। কিন্তু বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ক্রিকেটারদের পেমেন্ট দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আর ক্রিকেটারদের অনুশীলনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে সন্ধ্যা গড়ালেও এখনও পর্যন্ত পেমেন্ট পাননি ক্রিকেটাররা।
আরটিভিকে এ তথ্য নিশ্চিত করেছে দুর্বার রাজশাহীর একজন ক্রিকেটার। কখন পেমেন্ট পাবেন এ বিষয়ে জানতে চাওয়া হলে ওই ক্রিকেটার জানান, রাতে দেওয়ার কথা রয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। এই ম্যাচকে সামনে রেখে গতকাল (বুধবার) অনুশীলনে যোগ দেওয়ার কথা বললেও পেমেন্ট না পাওয়ায় অনুশীলন করতে অস্বীকৃতি জানায় বেশ কয়েকজন ক্রিকেটার।
মূলত, বুধবার রাজশাহী ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ শতাংশ পেমেন্ট দেওয়ার ছিল ফ্র্যাঞ্চাইজিটির। কিন্তু বেলা গড়ালেও তা না পাওয়ায় হতাশ হন ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এক দেড় দিন সময় চাওয়া হলেও অনুশীলনে যোগ দিতে চাননি ক্রিকেটাররা, যা নিয়ে সারা দিন শিরোনামে ছিল দলটি।
এই সমস্যা সমাধানে ঢাকা থেকে চট্টগ্রাম ছুটে যান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যার পর ক্রিকেটার পেমেন্ট দেওয়ার নিশ্চয়তা দেন তিনি। আজ ২৫ শতাংশ ক্যাশ এবং ২৫ শতাংশ চেক পেমেন্ট দেওয়ার কথা জানানো হয়েছিল তাসকিন-এনামুলদের।
আর এটির নিশ্চয়তা দিয়ে ক্রিকেটারদের অনুশীলনে ফেরার জন্য অনুরোধ করেন বিসিবি সভাপতি। দেশের ক্রিকেটের অভিভাবকের কথা মেনে নিয়ে আজ চট্টগ্রামে অনুশীলনে যোগ দিয়েছিলেন ক্রিকেটাররা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুশীলন করেন বিজয়-তাসকিনরা।
সাধারণত দেশের ব্যাংকিং সেক্টরের কার্যক্রম দুপুর ৩টা মধ্যে বন্ধ হয়ে যায়। অফিসিয়াল কার্যক্রম শেষ করে ৫টার মধ্যে বন্ধ হয় ব্যাংকগুলো। তবে ব্যাংক আওয়ার শেষ হলেও ক্রিকেটারদের পেমেন্ট বুঝিয়ে দিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি।
বিকেল ৫টার পর রাজশাহী দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরটিভিকে নিশ্চিত করেছেন পেমেন্ট না পাওয়ার বিষয়টি। তিনি বলেন, এখনও পর্যন্ত পেমেন্ট পাই। তবে রাতে দেওয়ার কথা রয়েছে।
এই ক্রিকেটারের কথা থেকে প্রশ্ন ওঠে রাতে এতগুলো ক্রিকেটারের ২৫% ক্যাশ এবং ২৫% চেক পেমেন্ট কি আসলেও করতে পারবে দলটি। এদিকে আগামী দুইদিন শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকবে। সুতরাং রাতে মধ্যে পেমেন্ট না পেলে আগামী দুইদিনও পেমেন্ট পাবে না ক্রিকেটাররা।
উল্লেখ্য, এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে দুর্বার রাজশাহী। চার পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ পজিশনে আছে বিজয়-তাসকিনরা।
আরটিভি/এসআর
মন্তব্য করুন