ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

পেমেন্ট জটিলতার মধ্যেই রাজশাহীকে জয় উপহার দিলেন বিজয়-তাসকিনরা

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ , ০৫:২৯ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চট্টগ্রাম পর্বের শুরু থেকেই আলোচনায় দুর্বার রাজশাহী। পেমেন্ট না পাওয়া অনুশীলন বয়কট করেছিল ক্রিকেটাররা। তবে এসব জটিলতার মধ্যেই মাঠে নিজেদের সেরাটা দিয়ে দলকে তৃতীয় জয় উপহার দিয়েছেন বিজয়-তাসকিনরা। নিজেদের সপ্তম ম্যাচে সিলেটকে ৬৫ রানে হারিয়েছে দুর্বার রাজশাহী।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে সিলেটকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী। জবাব দিতে নেমে ১৭ ওভার তিন বল খেলে ১১৯ রানেই গুঁটিয়ে যায় সিলেট। এতে ৬৫ রানের জয় পায় দুর্বার রাজশাহী।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় সিলেট। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন পল স্টার্লিং (২)। এক ওভারে পরেই তার দেখানো পথে হাঁটেন রনি তালুকদার। তবে তিনে ব্যাট করতে নেমে জর্জি মানজিকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন জাকির হাসান।

বিজ্ঞাপন

তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ২৮ বলে ৩৯ রান করে জাকির আউট হলে ২২ বলে ২০ রান করে ফেরেন মানজি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি অ্যারন জোন্সও (৫)। এরপর নাহিদুল ইসলাম (১), আরিফুল হক (৬) এবং নাহিদুজ্জামান শূন্য রানে আউট হলে দলীয় ১০৪ রানে ৮ উইকেট হারায় সিলেট। 

সতীর্থদের আশা যাওয়ার মিছিলের দিনে লড়াই করতে থাকেন জাকের আলী। তবে নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি। ২০ বলে ৩১ রান করে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার। ১৮তম ওভারে তৃতীয় বলে রিস টপলি বোল্ড হলে ১৫ বল হতে থাকতেই ১১৯ রানে অলআউট হয় সিলেট। এতে ৬৫ রানের জয় পায় বিজয়ের দল।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন সানজামুল ইসলাম। এ ছাড়াও মিত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ, আফতাব ইসলাম নেন দুটি করে উইকেট। আর একটি মাত্র শিকার করেন মার্ক দয়াল।

বিজ্ঞাপন

এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে রাজশাহী দুর্দান্ত শুরু এনে দে জিশান আলম ও মোহাম্মদ হারিস। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ১৪ বলে ১৯ রান করে হারিস আউট হলে ১৮ বলে ২০ রান করে তাকে সঙ্গ দেন জিশান।

তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন এনামুল হক বিজয়। ২২ বলে ৩২ রান করে আউট হন তিনি। এরপর বলে বলে বাউন্ডারি মারতে গিয়ে ১০ বলে ১৯ রান করে আউট হন ইয়াসির। তবে এক প্রান্ত আগলে রান তুলতে রায়ান বার্ল। কিন্তু ফিফটি তুলতে পারেননি তিনি।

২৭ বলে ৪১ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন এই রোডেশিয়ান ব্যাটার। ৭ রান করেন মার্ক দয়াল। শেষ পর্যন্ত আকবরের ১৫ বলে ১৪ রান এবং মিত্যুঞ্জয় চৌধুরীর ৬ বলের ১২ রানে ভর করে ১৮৪ রানের লড়াকু পুঁজি পেয়েছিল রাজশাহী।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |