‘আইসিসি যা বলবে আমরা মেনে নেব’, পাকিস্তান ইস্যুতে বিসিসিআই সচিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ , ০৬:৩৮ পিএম


ভারত-পাকিস্তান
ছবি- এএফপি

নানা নাটকীয়তার পর হাইব্রিড মডেলে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তান আয়োজক হলেও ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই নতুন বিতর্ক নিয়ে হাজির হয়েছিল ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম ভারতীয় দলের জার্সিতে রাখতে চায় না বিসিসিআই।

বিজ্ঞাপন

এ খবরে ক্ষিপ্ত হয়েছে কঠোর প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর তাদের প্রতিবাদে সাড়া দিয়েছে আইসিসিও। যার ফলে জার্সিতে পাকিস্তানের নাম রাখা সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারত।

ভারতের ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিসিআইয়ের নবনিযুক্ত সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, আইসিসির নির্দেশনা যাই হোক না কেন আমরা তা অনুসরণ করব।

বিজ্ঞাপন

নিয়ম অনুযায়ী সব দলের জার্সিতে আয়োজক দেশের নাম থাকা বাধ্যতামূলক। কোনো কারণে ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট আয়োজিত হলেও মূল আয়োজক যে দেশ তার নামই থাকতে হবে জার্সিতে। যেমনটা হয়েছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারত থেকে বিশ্বকাপ সরে আরব আমিরাতে গেলেও টুর্নামেন্টে সুযোগ পাওয়া দলগুলোর জার্সিতে ভারতের নামই ছিল।

সুতরাং আইসিসির নিয়ম অনুসরণ করলে পাকিস্তানের নাম রাখতে বাধ্য বিসিসিআই। এর আগে ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে নাম প্রকাশ না করার শর্তে এক পিসিবি কর্মকর্তা বলেছেন, ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে বিসিসিআই।

তিনি বলেন, খেলাটির জন্য মোটেও ভালো কিছু নয়। তারা পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানেও তাদের অধিনায়ককে পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে রাখতে চায় না বলে সংবাদ হয়েছে। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না এবং পাকিস্তানকে সমর্থন দেবে।

বিজ্ঞাপন

আগামী ১৯ ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে ৮ দলের এই টুর্নামেন্ট। ১৯৯৬ সালের পর আবারও পাকিস্তান তৈরি হচ্ছে আইসিসি ইভেন্ট আয়োজনের জন্য। তবে ভারতের আপত্তিতে কদিন আগেও অনিশ্চিত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের তিন ভেন্যু ও দুবাইয়ে হবে টুর্নামেন্ট।

আরটিভি/এসআর-টি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission