ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়নস ট্রফি

ফাইনাল খেলতে যে ইতিহাস গড়তে হবে প্রোটিয়াদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ০৭:৩৭ পিএম


loading/img
ছবি: এএফপি

চলমান চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে নিউজিল্যান্ড। এই ম্যাচে আগে ব্যাট করতে প্রোটিয়াদের সামনে রান পাহাড় তৈরি করেছে কিউইরা। ফাইনালে উঠতে হলে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৩৬৩ রান।     

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফিতে এখনও পর্যন্ত ৩৫১ রান চেজ করে জেতার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। তাই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলতে হলে ইতিহাস গড়তে হবে প্রোটিয়াদের। কিউইদের হয়ে সেঞ্চুরি করেছেন রাচিন রাবিন্দ্রা ও কেন উইলিয়ামসন।
 
বুধবার (৫ মার্চ) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪৮ রানের জুটি করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়াং ও রাবিন্দ্রা। ২১ রানে ইয়াং আউট হলে রাবিন্দ্রাকে সঙ্গ দেন কেন উইলিয়ামসন।

আরও পড়ুন

দ্বিতীয় উইকেটে ১৬৪ রানের জুটি করেন রাবিন্দ্রা ও উইলিয়ামসন। শেষ পর্যন্ত দুজনই হাঁকান সেঞ্চুরি। ১০১ বলে ১০৮ রান (১৩ চার ও ১ ছক্কায়) করেন রাবিন্দ্রা। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি। 

উইলিয়ামসন খেলেন ৯ বলে ১০২ রানের (১০ চার ও ২ছক্কা) ইনিংস। ডানহাতি অভিজ্ঞ ব্যাটারের ওয়ানডে ক্যারিয়ারে ১৫তম সেঞ্চুরি এটি।

বিজ্ঞাপন

এর বাইরে ৪৯ রান করে নেন ড্যারিল মিচেল (৩৭ বলে) ও গ্লেন ফিলিপস (২৭ বলে)। ১৬ রানের সংযুক্তি ছিল মাইকেল ব্রাসওয়েলের ব্যাট থেকে। এতেই ৩৬২ রানের বিশাল সংগ্রহ দাঁড়ায় নিউজিল্যান্ডের।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |