ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

মেসি ও পিকল্টের গোলে সিংহাসনে ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৭ মার্চ ২০২৫ , ০২:৫০ পিএম


loading/img
ছবি: এএফপি

গত মৌসুমে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে প্লে-অফ থেকেই বিদায় নিয়েছিল ইন্টার মায়ামি। তবে চলতি মৌসুমে সেই হারের মধুর প্রতিশোধ নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। শুরুতে পিছিয়ে পড়লেও আটলান্টাকে ২-১ গোলে হারিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে মায়ামি। 

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) ঘরের মাঠ মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। ১১ মিনিটে আটলান্টা ইউনাইটেডকে এগিয়ে দেন ইমানুয়েল ল্যাটে ল্যাথ। অবশ্য সেই অগ্রগামিতা টেকেনি বেশিক্ষণ। মাত্র নয় মিনিট পরই দলকে সমতায় ফেরান মেসি।

২০তম মিনিটে ডি বক্সের বাইরে প্রতিপক্ষের ডিফেন্ডার ব্যাকপাস দিলেন সতীর্থকে। ক্ষিপ্র লিওনেল মেসি যেন পেয়ে গেলেন ঘ্রাণ। তীব্র বেগে ছুটে সেই ডিফেন্ডারের কাছ থেকে কেড়ে নিলেন বল, পরে বক্সে ঢুকে আরেক ডিফেন্ডারকে ডজ দিয়ে চিপ করে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জড়িয়ে দিলেন জালে।

বিজ্ঞাপন

প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধেও দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই চলে। বল দখল, পাসের সঠিকতা ও আক্রমণে সমানতালে এগোচ্ছিল ম্যাচ। ম্যাচটা তার পর ড্রয়ের দিকেই অগ্রসর হতে থাকে। 

কিন্তু নাটকীয়ভাবে শেষ দিকের ৮৯ মিনিটে মায়ামিকে জয়ের আনন্দে ভাসাতে দ্বিতীয় গোল এনে দেন বদলি ফাফা পিকাউল্ট। জর্ডি আলবার পাসে তার লক্ষ্যভেদে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মিয়ামি।

আরও পড়ুন

পিকল্ট ম্যাচ জেতানো গোল করলেও আলোচনায় মেসির গোলই। গোলের ধরণ তো বটেই বয়স ৩৮ পেরিয়ে যাওয়ায় আর্জেন্টাইন তারকার এমন ঝলক ভক্তদের জন্য আলাদা অর্থ বহন করে। 

ম্যাচের পর মেসির সাবেক সতীর্থ ও মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো ম্যাচ নিয়ে বলেছেন, ‘লিওকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সে ইতিহাসের সেরা। এমন একজন খেলোয়াড়, যার ক্ষমতা রয়েছে সবচেয়ে সুন্দর গোল করার। ফাফার গোল অবশ্যই আমাদের জন্য আনন্দের, বিশেষ করে তার জন্য। তিন সপ্তাহ খুব কঠিন গেছে, কারণ মেসি মাঠের বাইরে ছিল। এখন আমরা অনেক আনন্দিত।

এই জয়ে মেজর লিগ সকারে ৪ ম্যাচে তিন জয় ও এক ড্র নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে ইন্টার মিয়ামি, যা ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান নিশ্চিত করেছে। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফিলাডেলফিয়া, আর ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে কলম্বাস।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |