চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর বাবর-রিজওয়ানদের মতো তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাঠে নেমেছিল পাকিস্তান। কিন্তু প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে তাদের। তাই সিরিজ বাঁচাতে তৃতীয় ম্যাচে জয়ের বিকল্প কিছু ছিল না পাকিস্তানের সামনে। আর সিরিজ রক্ষার ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স করে কিউইদের ৯ উইকেটে হারিয়েছে ম্যান ইন গ্রিনরা।
শুক্রবার (২১ মার্চ) আগে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ২০৫ রানের বড় লক্ষ্য দিয়েছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ২৪ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় তুলে নিয়েছে পাকিস্তান। এতে ২-১ ব্যবধানে সিরিজে টিকে রইল তারা। আর এই জয়ের অন্যতম নায়ক ১০৫ রানে অপরাজিত থাকা হাসান নওয়াজ।
প্রথম দুই ম্যাচে খালি হাতে ফিরলেও এদিন বড় লক্ষ্য তাড়া করতে নেমে কিউই বোলারদের চোখে সরষে ফুল দেখিয়েছেন এই তরুণ ব্যাটার। ২০ বলে ৪১ রান করা আরেক ওপেনার হারিস আউট হলেও ২৬ বলে ফিফটি তুলে নেন নওয়াজ।
এরপর তাকে সঙ্গ দেন অধিনায়ক সালমান আলী আঘা। ৩১ বলে ফিফটি তুলে নেন তিনি। অপর প্রান্ত থেকে বলে বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান নওয়াজ। ১৬তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে ৪৫ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি।
এতে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হাসান নওয়াজ। পরের বলেও হাকান বাউন্ডারি। ফলে ২৪ বল এবং ৯ উইকেট হাতে থাকতেই জয় পায় পাকিস্তান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও ২০৪ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৯৪ রানের ইনিংস খেলেন মার্ক চ্যাপম্যান। ১৮ বলে ৩১ রান করে মাইকেল ব্রাসওয়েল।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন হারিস রাউফ। এ ছাড়াও শাহিন শাহি আফ্রিদি, আবরার আহমেদ ও আব্বাস আফ্রিদি নেন দুটি করে উইকেট। আর এক উইকেট নেন শাদাব খান।
আরটিভি/এসআর/এআর