কলম্বিয়াকে হারিয়ে চলতি বছরের আন্তর্জাতিক মিশন শুরু করেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এবার আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। আর এই ম্যাচকে সামনে রেখে নতুন চার ফুটবলারকে দলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
দরিভাল জুনিয়রের প্রথম পছন্দের গোলরক্ষক আলিসন ছিটকে যাওয়ার পর দলে ডেকেছেন ওয়েভের্তনকে। এ ছাড়াও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ডাক পেয়েছেন দুই মিডফিল্ডার (জোয়াও গোমেজ ও এদেরসন) এবং ডিফেন্ডার বেরালদোও।
ডাক পাওয়া চার খেলোয়াড় ছিলেন প্রাথমিক দলে। কলম্বিয়ার বিপক্ষে বাইরে থাকার পর এবার আর্জেন্টিনার মাঠে খেলার হাতছানি তাদের সামনে।
কলম্বিয়া ম্যাচের পর চোটের জন্য আলিসনের সঙ্গে ছিটকে গেছেন জেহসন; কার্ডের খাড়ায় পরের ম্যাচে খেলতে পারছেন না গাব্রিয়েল মাগালিয়াইস ও ব্রুনো গিমারাইস।
ম্যাচের প্রথমার্ধে মাঠ ছাড়েন মিডফিল্ডার জেহসন। দ্বিতীয়ার্ধে মাথায় আঘাত পান অভিজ্ঞ গোলরক্ষক আলিসন। কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ের পর লিভারপুল ফিরে যাচ্ছেন তিনি।
কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে ব্রাজিল। তবে ভেনেজুয়েলাকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ইকুয়েডর, আর তিন নম্বরে নেমে গেছে ব্রাজিল। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আর্জেন্টিনা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: ওয়েভের্তন, বেন্তো, এদেরসন
ডিফেন্ডার: দানিলো, গিয়ের্মে আরানা, ওয়েজলি, ভান্দেরসন, বেরালদো, মার্কিনিয়োস, লিও ওরচিজ, মুরিলো
মিডফিল্ডার: আন্দ্রে, এদেরসন, জোয়াও গোমেজ, মাথেউস কুনইয়া, নেইমার, জোয়েলিন্তন
ফরোয়ার্ড: এস্তেভাও, জোয়াও পেদ্রো, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিয়ো, ভিনিসিয়ুস জুনিয়র।
আরটিভি/এসআর/এস