চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। শ্বাসরুদ্ধকর ম্যাচে জয়ের পর বুনো উল্লাসে মেতে ওঠেন রিয়ালের ৪ তারকা ফুটবলার। আর এতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে তাদের কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, অ্যান্তোনিও রুডিগার ও দানি সেবাইয়োস।
প্রথম লেগে ঘরের মাঠে অ্যাথলেটিকোকে ২-১ গোলে হারিয়েছিল রিয়াদ। দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো নিজেদের মাঠে নির্ধারিত সময়ে নগরপ্রতিদ্বন্দ্বীদের ১ গোল দেয়। অ্যাগ্রিগেটে ২-২ সমতা হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
যেখানে ৪-২ গোলে দিয়েগো সিমিওনের দলকে হারিয়ে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন ভিনিসিয়ুস-এমবাপেরা। আর স্বাভাবিকভাবেই ম্যাচ শেষে উল্লাস-উদযাপনে মেতেছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু উদযাপনের সীমা পেরিয়ে গেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এক বিবৃতিতে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, সম্ভাব্য অশোভন আচরণের জন্য তদন্তের কেন্দ্রে আছেন রুডিগার, এমবাপে, সেবাইয়োস ও ভিনিসিয়ুস। এ বিষয়ে শিগগিরই আরও তথ্য জানানো হবে।
এর আগে অ্যাতলেটিকো সমর্থকদের সামনে উদযাপন নিয়ে স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছিল, ওই সময় রিয়ালের খেলোয়াড়দের আচরণ নিয়ে উয়েফার কাছে অভিযোগ জানায় মাদ্রিদের ক্লাবটি। তা আমলে নিয়ে তারা গতকাল (বৃহস্পতিবার) থেকে তদন্ত শুরু করে।
ওই ম্যাচে অভিযুক্তদের মধ্যে রুডিগার, ভিনিসিয়ুস, এমবাপ্পে খেললেও বেঞ্চে ছিলেন সেবাইয়োস। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়– পেনাল্টি শুটআউটে জয়ের পর গ্যালারির সামনে গিয়ে সদলবলে তুমুল উদযাপন শুরু করে রিয়াল।
এমবাপে ঊরুতে হাত রেখে এবং রুডিগার ছুরি দিয়ে গলায় ধরার মতো ভঙ্গি করেন। আর তাদের উদযাপন দেখে পানি-বোতলসহ বিভিন্ন সামগ্রী ছুড়ে মারেন দর্শকরা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে নিষেধাজ্ঞায় পড়তে পারেন রিয়ালের একাধিক খেলোয়াড়। যা তাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে।
কারণ, সেই নিষেধাজ্ঞা কার্যকর হবে উয়েফার প্রতিযোগিতায়। ৮ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়াল ও আর্সেনাল প্রথম লেগে মুখোমুখি হবে। নিষিদ্ধ খেলোয়াড় সেই ম্যাচে খেলতে পারবেন না। একইভাবে গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন ইংল্যান্ড ও রিয়ালের মিডফিল্ডার জ্যুড বেলিংহাম।
আরটিভি/এসআর