ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

তাসকিনের ইনজুরিতে কপাল খুললো সাকিবের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ০৪:৪৭ পিএম


loading/img
ছবি: এএফপি

ইনজুরি কাঁটিয়ে গত বছর টেস্ট ক্রিকেট ফিরেছিলেন তাসকিন আহমেদ। পুরো বছর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এই টাইগার পেসার। তবে চলতি বছরের প্রথম টেস্ট সিরিজে মাঠে নামা হচ্ছে না তাসকিনের। ইনজুরি থাকায় জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারছেন না তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ এপ্রিল) জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে রাখা হয়নি তাসকিন আহমেদ।

আর এই ডান হাতি পেসারের অভাব পূরণ করতে প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী বলেছেন, তাসকিন বর্তমানে তার বাঁ পায়ের গোড়ালির সমস্যার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং এই সিরিজের জন্য তিনি অ্যাভেইলেবল নন।

বিজ্ঞাপন

সাকিব ছাড়াও পেস ইউনিটে আছেন নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদরা। আর বিভাগকে নেতৃত্ব দিবেন মেহেদী হাসান। তার সঙ্গী হিসেবে থাকছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম।

২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তখন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুধুমাত্র পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়। এবার সেই স্থগিত টেস্ট সিরিজটি আয়োজন করছে বিসিবি।   

সিলেট টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড

বিজ্ঞাপন

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম  অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব। 

জিম্বাবুয়ে টেস্ট স্কোয়াড

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারেন, ট্রিভর গওয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ন্যাশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর ন্যাউচি, তাফাদজওয়া চিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |