চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের ঘরের মাঠে লড়াই করতে নামছে রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন লস ব্লাঙ্কোসদের নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া।
মঙ্গলবার (৮ এ্রপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
চলতি মৌসুমে ইনজুরির কবলে পড়ে ছিটকে পড়েছেন রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য এদের মিলিতাও, দানি কারবাহাল ও মেন্ডি। যার অভাব ভালোভাবেই টের পাচ্ছেন আনচেলত্তি। এদিকে বেলজিয়ামের হয়ে মাঠে নেমে আঘাত পাওয়ায় সবশেষ লা লিগা ও কোপা দেল রের ম্যাচে খেলতে পারেননি থিবো কোর্তোয়াও।
যে কারণে এগিয়ে থেকেও জয় পেতে কষ্ট হয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে দ্বিতীয় গোলরক্ষক লুনিন না থাকাতে কড়া মাশুল দিতে হয়েছে রিয়াল মাদিদ্রকে। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে হতাশ করেছে জয় তুলে নিয়েছে দুর্বল ভ্যালেন্সিয়া।
তবে সবকিছু ভুলে রিয়াল বসের চোখ এখন চ্যাম্পিয়নস লিগে। আর্সেনাল ম্যাচ দিয়ে কোর্তোয়া ফিরলেও মাঝ মাঠে কঠিন পরীক্ষা দিতে হবে লস ব্লাঙ্কোসদের। কারণ, এদের মিলিতাও, দানি কারবাহাল, মেন্ডিরা ছাড়াও অরেলিয়ান চুয়ামেনিকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।
আর্সেনাল ম্যাচে রিয়াল মাদ্রিদের স্কোয়াড
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, ফ্রাঁ গঞ্জালেজ এবং সার্জিও মেস্ত্রে।
ডিফেন্ডার: আলাবা, লুকাস ভাসকেজ, ভ্যালেজো, ফ্রাঁ গার্সিয়া, রুডিগার, এসেনসিও, জ্যাকোবো এবং লরেঞ্জো।
মিডফিল্ডার: বেলিংহাম, ক্যামাভিঙ্গা, ফেদে ভালভার্দে, মড্রিচ, আরদা গুলার এবং চেমা।
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এমবাপ্পে, রড্রিগো, এন্ড্রিক, ব্রাহিম এবং গঞ্জালো।
আরটিভি/এসআর